Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী পলকের স্ত্রী আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী মোছা. আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে সংস্থার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বিগত সরকারের আমলে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করার পর মামলার রুজু করা হচ্ছে। পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, আরিফা জেসমিন দেশত্যাগ করতে পারেন। এ কারণে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

গত বছর ১২ ডিসেম্বর আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়েছে, আরিফা জেসমিনের নামে ৯ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতি পাওয়া যায়। তাঁর নামে ৩১টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত