Ajker Patrika

গণপরিবহনে ফের ৬০ শতাংশ ভাড়া বাড়ছে

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১২: ৫০
গণপরিবহনে ফের ৬০ শতাংশ ভাড়া বাড়ছে

ফের বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৮টি জরুরী নির্দেশনা জারি করেছে। সেখানে গণপরিবহনে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। তারই প্রেক্ষিতে আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

সমসাময়িক বিষয় নিয়ে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি বক্তব্যে কাদের বলেন, আগামী বুধবার (৩১ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য এই বর্ধিত ভাড়া কার্যকর থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, এরই মধ্যে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বলেন, এ নির্দেশনা কার্যকরে মাঠে থাকবে বিআরটিএ কর্তৃপক্ষ।  

এর আগে গত বছরের ৩১ মে করোনার প্রকোপ বাড়ায় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত