Ajker Patrika

লকডাউনের নামে চাপানো হয়েছে ‘অকার্যকর শাটডাউন’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
লকডাউনের নামে চাপানো হয়েছে ‘অকার্যকর শাটডাউন’: মির্জা ফখরুল

লকডাউনের নামে অকার্যকর একটি শাটডাউন জনগনের ওপর চাপিয়ে দিয়েছে সরকার । এ লকডাউনে কোনো সমন্বয় নেই, রোডম্যাপ নেই, পরিকল্পনা নেই।

এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আধা ঘণ্টার বক্তব্যে করোনা পরিস্থিতি, লকডাউন, দলীয় নেতাকর্মীদের ওপর হয়রানির অভিযোগসহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির মহসচিব।

চলমান লকডাউনের সমালোচনা করে ফখরুল বলেন, লুটপাট, দুর্নীতি আর ব্যবসা করার জন্যই সরকার করোনার সমস্যা সমাধানে কারো পরামর্শ নিচ্ছে না।  এ অবস্থায় জনগনকে সম্পৃক্ত করে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি।  

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,  প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেটগুলো সবই আওয়ামী লীগের লোকজন পরিচালনা করছে।  এরাই যোগসাজশ করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে।

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও পূর্ণাঙ্গ জামিন দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত