Ajker Patrika

হারিয়ে যেতে বসেছে ‘লেইস ফিতা’র ফেরিওয়ালা

মাদারীপুর প্রতিনিধি
ফেরিওয়ালার কাছ থেকে পণ কিনছেন নারীরা। ছবি: আজকের পত্রিকা
ফেরিওয়ালার কাছ থেকে পণ কিনছেন নারীরা। ছবি: আজকের পত্রিকা

এক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় নারীদের সাজ সজ্জার জিনিস কেনার সবচেয়ে প্রিয় ও পছন্দের মাধ্যম ছিল লেইস ফিতা বিক্রি করা ফেরিওয়ালা। কাগজের কার্টুনের উপর সাদা বা লাল কাপড় পেঁচিয়ে পুটলি কাঁধে ঝুলিয়ে আর আরেক হাতে কাঠ ও কাচ দিয়ে তৈরি একটি বক্সের মধ্যে নারীদের সাজ সজ্জার নানা জিনিসপত্র নিয়ে বিক্রি জন্য বের হতেন এই ফেরিওয়ালারা। সাজ সজ্জার জিনিসপত্রের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল, কানের দুল, কানের নোলক, নানা রঙ্গের চুলের ফিতা, ঝিনুক মালা, রেশমি চুড়ি, কাঁকন বালা, কোমরের বিছা, পায়ের নূপুর, নেইল পলিস, লিভষ্টিক, গলার মালা, টিপ, আংটি, স্নো, পাউডার, সুগন্ধি তেল, সাবানসহ নানা প্রসাধনী। প্রতিদিন ভোরে ফেরিওয়ালারা বের হয়ে গ্রামের পথে পথে শহরের অলিগলি ঘুরতেন। লেইস ফিতার ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন নারীরা। তারা দাম দর করে তাদের পছন্দের ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। এটা ছিল নারীদের সবচেয়ে প্রিয় কেনাকাটা। কালের বিবর্তনে আজ তা হারিয়ে যেতে বসেছে। আধুনিতার ছোঁয়ায় এখন নারীরা মার্কেট ও শপিং মলে গিয়ে তাদের কেনা কাটা করে থাকেন। এক সময় মাদারীপুরের কয়েক শ ফেরিওয়ালা থাকলেও আজ আছে হাতে গোনা কয়েকটি। তাও হয় তো এক সময় হারিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে এটি ইতিহাস হয়ে থাকবে।

মাদারীপুর মস্তফাপুরের লেইস ফিতা ফেরিওয়ালা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এখন আর আগের মতো কেউ চুরি ফিতা কিনে না। মার্কেটে সব রকম প্রসাধনী আর সাজাসজ্জর জিনিস পাওয়া যায়। সেখানে গিয়েই সবাই কিনে। বাবা-দাদার এই ব্যবসা ছাড়তে পারিনি। তাছাড়া অন্য কোনো কাজও শিখিনি। টাকাও নেই ব্যবসা করবো। তাই এখনও এই পুরোনো ব্যবসা নিয়েই পরে আছি।’

আরেক ফেরিওয়ালা কালাম মুন্সি বলেন, ‘সারা দিন ঘুরে ৩ থেকে ৪ শ টাকার জিনিসপত্র বিক্রি করতে হিমশিম খেতে হয়। এখন আর আমাদের কদর নেই।’

মাদারীপুর শহরের হাজীর হাওলা গ্রামের নুরজাহান বেগম বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন মা, খালা, ফুপুদের দেখতাম ফেরিওয়ালাদের কাছ থেকে সাজ-সজ্জার জিনিসপত্র কিনতে। আমিও কিনেছি। কিন্তু এখন আর ফেরিওয়ালাদের খুঁজে পাওয়া যায় না।’

মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন, এখন আর এই ফেরিওয়ালাদের খুঁজে পাওয়া যায় না। যারা আগে এই ব্যবসা করতেন, তাদের মধ্যে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন। অন্য ব্যবসা করছেন। অনেকে দোকান খুলে চুড়ি ফিতা বিক্রির ব্যবসা করছেন।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, ‘ছোট বেলায় আমিও আমার মায়ের সাথে ফেরিওয়ালাদের কাছ থেকে কত কিছু কিনেছি। রেশমী চুরি, লাল ফিতা কিনে দিলে কি আনন্দ লাগতো। আর ঈদ এলে তো ঘরে ঘরে নারীরা অপেক্ষায় থাকতো, কখন লেইস ফিতার ডাক শুনবে। আজ সেই পছন্দেও ফেরিওয়ালা শুধু মাদারীপুর নয়, সারা দেশ থেকেই হারিয়ে যেতে বসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত