Ajker Patrika

লকডাউনে উন্নয়ন কাজ বন্ধ থাকবে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
লকডাউনে উন্নয়ন কাজ বন্ধ থাকবে না: পরিকল্পনামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির মুখে সরকার সর্বাত্মক লকডাউন জারি করতে যাচ্ছে। তবে এ লকডাউন চলাকালীন দেশের কোনও উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। এখন সরকারের প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেওয়া। ফলে সরকারের মনোযোগে উন্নয়ন প্রথম থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে। 

রোববার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এক মাসের বিদেশ সফর শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই নিজ বাসভবন থেকে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ করছেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, এই মুহূর্তে সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেয়া। এই সরকার সবচেয়ে উন্নয়নবান্ধব সরকার এবং ভয়ঙ্কর রকমের একটা উন্নয়নের গতি তুলে এনেছিল। কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে মানুষ বাঁচানোর প্রয়োজনে মনোযোগের দিক থেকে স্বাভাবিকভাবে উন্নয়ন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে। তবে এটুকু বলতে পারি, আমরা দুটি কাজই করবো। 

মন্ত্রী বলেন, আমরা অবহেলা করবো না কাউকে। আমরা সর্বশক্তি দিয়ে করোনাকে মোকাবিলা করবো। দ্বিতীয় শক্তি দিয়ে চলমান থাকবে উন্নয়ন প্রকল্পগুলো। দেশের চলমান উন্নয়ন কাজ কোথাও বন্ধ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত