নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এক জরুরি সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
রোজিনার জামিন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করবেন বলে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস জানিয়েছেন।
তপন বিশ্বাস বলেন, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁকে হেনস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ছাড়াও রোজিনার মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিএসআরএফ পরবর্তী কর্মসূচি ঘোষণা বলে জানান তপন।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন।
ওই মামলায় শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলে। রোজিনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আবেদন করলেও আদালত না নামঞ্জুর করে তাঁকে কারগারে পাঠিয়েছে।
রোজিনাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলন বয়কট করেন।
ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এক জরুরি সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
রোজিনার জামিন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করবেন বলে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস জানিয়েছেন।
তপন বিশ্বাস বলেন, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁকে হেনস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ছাড়াও রোজিনার মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিএসআরএফ পরবর্তী কর্মসূচি ঘোষণা বলে জানান তপন।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন।
ওই মামলায় শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলে। রোজিনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আবেদন করলেও আদালত না নামঞ্জুর করে তাঁকে কারগারে পাঠিয়েছে।
রোজিনাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলন বয়কট করেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে