Ajker Patrika

রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মাঠে নামছে সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এক জরুরি সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।

রোজিনার জামিন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করবেন বলে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস জানিয়েছেন।

তপন বিশ্বাস বলেন, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁকে হেনস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ছাড়াও রোজিনার মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিএসআরএফ পরবর্তী কর্মসূচি ঘোষণা বলে জানান তপন।

সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন।

ওই মামলায় শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলে। রোজিনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আবেদন করলেও আদালত না নামঞ্জুর করে তাঁকে কারগারে পাঠিয়েছে।

রোজিনাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলন বয়কট করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত