Ajker Patrika

বাড়িতে ককটেল রাখায় জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

প্রতিনিধি, নওগাঁ
বাড়িতে ককটেল রাখায় জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

বাড়িতে ককটেল রাখার দায়ে হাতেম আলী (৫৫) নামে এক জেএমবি সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।    

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হাতেম আলী মান্দা উপজেলার তালপাতিলা গ্রামের বাসিন্দা।  

মামলার নথি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ২০১৬ সালের ১২ জুন রাত ৩টার দিকে হাতেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ওজনের তিনটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে হাতেম আলীর বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৬ সালের ৫ অক্টোবর হাতেম আলীর বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামির বিরুদ্ধে মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাতেম আলী আদালতে উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি সঞ্জিব কুমার সরকার ও আসামি পক্ষে আবু জাহিদ মো. রফিকুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত