অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমিমালিকেরা। একই সঙ্গে ২০০৮ সালের বিধিমালা অনুসারে ভবন নির্মাণের অনুমতি চান তাঁরা।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমিমালিকদের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই মালিকদের বেশির ভাগই রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৮ সালের নিয়ম অনুসারে, রাস্তা অনুযায়ী যেখানে যত তলা ভবন করা যেত, তত তলা অনুমোদন দিতে হবে। ঢাকা শহরের সব রাস্তাকে ন্যূনতম ২০ ফুট করতে হবে। জলাশয়, খাল-বিল, নদীনালা ভরাট বন্ধ করতে হবে। এ ছাড়া ধানের জমিতে ভবন নির্মাণের অনুমতি বন্ধ করা, নির্মাণ অনুমোদন সহজীকরণ এবং রাজউকের হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমিমালিকদের সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে দলীয় ও রাজউকের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ছত্রচ্ছায়ায় ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে পাশ কাটিয়ে একমাত্র ভবন নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ড্যাপ ২০২২-২০৩৫ প্রণয়ন করা হয়, যা ঢাকা শহরের নাগরিকদের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ড্যাপে ঢাকা শহরের মাত্র ২০ শতাংশ পরিকল্পিত এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে অবশিষ্ট ৮০ শতাংশকে অপরিকল্পিত ট্যাগ দিয়ে ভবনের উচ্চতা ও আয়তন কমিয়ে দেওয়া হয়। যাতে ঢাকা শহরের প্রকৃত ভূমিমালিকেরা কোনোভাবেই ভবন তৈরি করতে না পারেন। যার ফলে নগরবাসীকে আগের ১০ তলা ভবনের জায়গায় ৫ তলা ভবন করতে হচ্ছে। এর ফলে আমরা ব্যাপক ক্ষতি ও চরম বৈষম্যের সম্মুখীন হচ্ছি। এতে ঢাকা শহরের প্রকৃত ভূমিমালিকদের ঢাকা শহর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে কো-সমন্বয়ক হুমায়ন কবির শিমুল, কে এম এজাজ মাহমুদ, সৈয়দা আফসারুন নাহার, তানভিরুল ইসলাম ও আবুল হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমিমালিকেরা। একই সঙ্গে ২০০৮ সালের বিধিমালা অনুসারে ভবন নির্মাণের অনুমতি চান তাঁরা।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমিমালিকদের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই মালিকদের বেশির ভাগই রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৮ সালের নিয়ম অনুসারে, রাস্তা অনুযায়ী যেখানে যত তলা ভবন করা যেত, তত তলা অনুমোদন দিতে হবে। ঢাকা শহরের সব রাস্তাকে ন্যূনতম ২০ ফুট করতে হবে। জলাশয়, খাল-বিল, নদীনালা ভরাট বন্ধ করতে হবে। এ ছাড়া ধানের জমিতে ভবন নির্মাণের অনুমতি বন্ধ করা, নির্মাণ অনুমোদন সহজীকরণ এবং রাজউকের হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমিমালিকদের সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে দলীয় ও রাজউকের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ছত্রচ্ছায়ায় ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে পাশ কাটিয়ে একমাত্র ভবন নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ড্যাপ ২০২২-২০৩৫ প্রণয়ন করা হয়, যা ঢাকা শহরের নাগরিকদের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ড্যাপে ঢাকা শহরের মাত্র ২০ শতাংশ পরিকল্পিত এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে অবশিষ্ট ৮০ শতাংশকে অপরিকল্পিত ট্যাগ দিয়ে ভবনের উচ্চতা ও আয়তন কমিয়ে দেওয়া হয়। যাতে ঢাকা শহরের প্রকৃত ভূমিমালিকেরা কোনোভাবেই ভবন তৈরি করতে না পারেন। যার ফলে নগরবাসীকে আগের ১০ তলা ভবনের জায়গায় ৫ তলা ভবন করতে হচ্ছে। এর ফলে আমরা ব্যাপক ক্ষতি ও চরম বৈষম্যের সম্মুখীন হচ্ছি। এতে ঢাকা শহরের প্রকৃত ভূমিমালিকদের ঢাকা শহর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে কো-সমন্বয়ক হুমায়ন কবির শিমুল, কে এম এজাজ মাহমুদ, সৈয়দা আফসারুন নাহার, তানভিরুল ইসলাম ও আবুল হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রাণকেন্দ্র বলা হয় ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুরকে। কিন্তু এ এলাকার সড়ক ও ড্রেন সংস্কার না করায় দীর্ঘ ৬ বছর ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। গত বছরের প্রথম দিকে আলিয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড় পর্যন্ত ৭২০ মিটার সড়ক উন্নয়নকাজ শুরু হয়। কিন্তু ছাত্র-জনতার...
২ ঘণ্টা আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এখানে আছে পাঁচতলা ভবন, বড় খেলার মাঠ ও আটজন শিক্ষক। ৪২ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া ৯ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
২ ঘণ্টা আগেরংপুর নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। নিয়মবহির্ভূতভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ২০২৪ সালের ১৯ জুলাই এক দিনেই নিহত হয় ১৪৮ জন। তাদের একজন নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬ বছরের কিশোর মোহাম্মদ আদিল। সেদিন জুমার আগে পুরো এলাকায় ছিল সুনসান নীরবতা। ইন্টারনেট বন্ধ থাকায় কোথায় কী হচ্ছে, তা জানার উপায় নেই। নামাজ শেষে পরিবারের সদস্যরা একসঙ্গে খেতে বসে...
২ ঘণ্টা আগে