Ajker Patrika

মাস্ক না পরলে আইনি ব্যবস্থা: সরকারি তথ্যবিবরণী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৭: ৩১
মাস্ক না পরলে আইনি ব্যবস্থা: সরকারি তথ্যবিবরণী

ঢাকা: ঘরের বাইরে মাস্ক পরতে সরকারের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। এমন পরিস্থিতিতে চলাফেরার সময় মাস্ক না পরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাঁকে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

প্রয়োজনে প্রত্যেককে দুটি মাস্ক ব্যবহার করতে সরকারের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

এরআগে মাস্ক না পরলে কঠোর সাজা দেওয়া হবে বলে সরকারে পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সবাইকে মাস্ক পরাতে কিছুদিন ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত