Ajker Patrika

'রোজিনার নামে মামলা মানে গোটা জাতির বিবেকের বিরুদ্ধে মামলা'

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মে ২০২১, ১৮: ১৭
Thumbnail image

ঢাকা : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করার মানে হচ্ছে গোটা জাতির বিবেকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কলমের বিরুদ্ধে মামলা।’

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

গতকাল সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইকবাল হাসান বলেন, ‘একজন বস্তুনিষ্ঠ সাংবাদিককে অতিরিক্ত সচিব টুটি চেপে ধরে, গলা টিপে ধরে।এরকম অমানবিকতা, শিক্ষার অভাব পরিচয় বহনকারী সরকারি কর্মকর্তাদের দেখে হতবাক হয়ে যাই। এক সমুদ্র রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে আজকে জনগণের রাজস্বের পয়সা দিয়ে সাংবাদিক ও দেশের মানুষকে শায়েস্তা করার প্রবণতা দেখা যাচ্ছে। এমন প্রবণতা দেশের জন্য অমঙ্গলকর।’

রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়ে ইকবাল হাসান বলেন, ‘এখন দেখছি, রোজিনা ইসলামের চরিত্র হননের জন্য পোষা লোকজন কথা বলছে। এটা অশুভ লক্ষণ। এসব এখনই বন্ধ করতে হবে। সচিবালয়ের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত