Ajker Patrika

কাউকে রাস্তায় দেখতে চাই না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
কাউকে রাস্তায় দেখতে চাই না: আইজিপি

আগামীকাল বুধবার থেকে বিনাপ্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে চাই না। সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে বিধিনিষেধ পালনের জন্য সবার সহযোগিতা চাই। আমরা এটা না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।  

আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটেরিয়ামে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এসব কথা বলেন।   

আইজিপি বলেন, গতবছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েভ সেভাবে নিয়ন্ত্রণ করবো। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গতবছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারো গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন, এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ। গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীকে বলবো, লক্ষ্য রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকেন, তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।

বেনজীর আহমেদ বলেন, কারো কারো জরুরি প্রয়োজনে বের হওয়া লাগতে পারে। তারা ‘মুভমেন্ট পাস’ নেবেন। গাড়ি বের না করাই ভালো। রাস্তাঘাটে কোনও আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। রাস্তায় জটলা পাকাবেন না, হাতিরঝিলে বা অন্য কোথাও গিয়ে আড্ডা দিবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরবেন।

আইজিপি আরও বলেন, করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কোনও প্রাণহানি চাই না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে।

এদিকে থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণ জানতে চাইলে আইজিপি বলেন, জাতীয় কোনো ইস্যু না। স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন, তাই করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ড. মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত