Ajker Patrika

দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ মে ২০২১, ১৬: ০৭
দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই : জি এম কাদের

ঢাকা: বিদেশি টিকা আমদানি ও উৎপাদনে ব্যাপক উৎসাহ থাকলেও দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই। আর এ কারণেই তিন মাস পার হলেও দেশে তৈরি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ ট্রায়ালের অনুমতি পাচ্ছে না।

আজ শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, গত বছর বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উৎপাদন করে। প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরিতে সফল হয়েছে এক ডোজের বঙ্গভ্যাক্স। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বঙ্গভ্যাক্স টিকা করোনা প্রতিরোধে তালিকাভুক্ত করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। কিন্তু বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের তরফ থেকে অজানা কারণে অনুমোদন ঠেকিয়ে রাখা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বঙ্গভ্যাক্স সফল হলে টিকা সংকটকালে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে। তাই বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া জরুরি হয়ে পড়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত