Ajker Patrika

দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ মে ২০২১, ১৬: ০৭
দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই : জি এম কাদের

ঢাকা: বিদেশি টিকা আমদানি ও উৎপাদনে ব্যাপক উৎসাহ থাকলেও দেশীয় টিকা উৎপাদনে মন্ত্রণালয়ের সহায়তা নেই। আর এ কারণেই তিন মাস পার হলেও দেশে তৈরি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ ট্রায়ালের অনুমতি পাচ্ছে না।

আজ শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, গত বছর বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উৎপাদন করে। প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরিতে সফল হয়েছে এক ডোজের বঙ্গভ্যাক্স। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বঙ্গভ্যাক্স টিকা করোনা প্রতিরোধে তালিকাভুক্ত করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। কিন্তু বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের তরফ থেকে অজানা কারণে অনুমোদন ঠেকিয়ে রাখা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বঙ্গভ্যাক্স সফল হলে টিকা সংকটকালে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে। তাই বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া জরুরি হয়ে পড়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত