সম্পাদকীয়
একজন সম্মানীয় বক্তা আমার লেখার একটা নিজস্ব ধরনের কথা বলেছেন। আমি নিজেও বোধ হয় এটুকুই দাবি করতে পারি, তার অধিক কিছু নয়। যদিও সবার কাছ থেকেই কিছু কিছু আমি শিখেছি আর এমনকি কেউ আছেন যাঁরা কিছু না কিছু অন্যের থেকে শেখেননি?
সুইডেনের কবিতা, বিশেষ করে নতুন প্রজন্মের পদ্যের থেকে আমাকে অনেক কিছু শিখতে ও জানতে হবে। যদি আমি সাহিত্য এবং এর নক্ষত্রদের সঙ্গে আরও বেশি পরিচিত হতাম, তাহলে আমি তাঁদের বাক্য উদ্ধৃত করে যেতাম, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করতাম এই পুরস্কার পাওয়ার মঞ্চে। কিন্তু আমি যদি তা করি তাহলে তা হয়ে দাঁড়াবে নেহাতই বড় বড় নাম জাহির করার খেলা মাত্র। তা খুবই খেলো একটি ব্যাপার হবে, যার মধ্যে কোনো গভীরতা থাকবে না। আমি এখন এসব করার মতো ছেলেমানুষ নই। সেই শক্তি বা ইচ্ছাও আমার নেই।
বরং আজ এই উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আমি যা করতে পারি তা হলো, প্রত্যেককে আমার হৃদয়ের উপহার বর্ষণ করতে, ফুল, কবিতায় ভরিয়ে দিতে, আবার যুবক হয়ে উঠতে, তরঙ্গচূড়ায় চড়ে বসতে। এই মহান উদ্যাপনে এটাই করতে চাই মন থেকে। তবে সেটা করতেও সাহস হয় না, ছেলেমানুষির অপবাদে হাসিঠাট্টা হতে পারে! আজ এত সম্মান আমি পেলাম, কিন্তু একটি বাকি রয়ে গেল। একটিই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হলো, যৌবনের উপহার। আমরা কেউই তত বৃদ্ধ হইনি যে তাকে ভুলে যাব। আমাদের যাদের বয়স হয়েছে, তাদের উচিত কয়েক কদম পিছিয়ে যৌবনকে ঝালিয়ে নেওয়া পরম মর্যাদার সঙ্গে।
আমার কী করণীয় তা আমার জানা নেই, এরপর কী করা উচিত, সেটাও ছাই জানি না! তবে সুইডেনের যুবাশক্তি তথা বিশ্বের সর্বত্র যে যুবক-যুবতীরা রয়েছেন, তাঁদের উল্লাস জানাতে আমার পানপাত্র আজ তুলে ধরলাম; জীবনের যা নতুন এবং যৌবনময়, তারই উদ্দেশ্যে।
নরওয়েজিয়ান সাহিত্যিক ন্যুট হ্যামসন ১৯২০ সালে নোবেল পুরস্কার পান।
একজন সম্মানীয় বক্তা আমার লেখার একটা নিজস্ব ধরনের কথা বলেছেন। আমি নিজেও বোধ হয় এটুকুই দাবি করতে পারি, তার অধিক কিছু নয়। যদিও সবার কাছ থেকেই কিছু কিছু আমি শিখেছি আর এমনকি কেউ আছেন যাঁরা কিছু না কিছু অন্যের থেকে শেখেননি?
সুইডেনের কবিতা, বিশেষ করে নতুন প্রজন্মের পদ্যের থেকে আমাকে অনেক কিছু শিখতে ও জানতে হবে। যদি আমি সাহিত্য এবং এর নক্ষত্রদের সঙ্গে আরও বেশি পরিচিত হতাম, তাহলে আমি তাঁদের বাক্য উদ্ধৃত করে যেতাম, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করতাম এই পুরস্কার পাওয়ার মঞ্চে। কিন্তু আমি যদি তা করি তাহলে তা হয়ে দাঁড়াবে নেহাতই বড় বড় নাম জাহির করার খেলা মাত্র। তা খুবই খেলো একটি ব্যাপার হবে, যার মধ্যে কোনো গভীরতা থাকবে না। আমি এখন এসব করার মতো ছেলেমানুষ নই। সেই শক্তি বা ইচ্ছাও আমার নেই।
বরং আজ এই উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আমি যা করতে পারি তা হলো, প্রত্যেককে আমার হৃদয়ের উপহার বর্ষণ করতে, ফুল, কবিতায় ভরিয়ে দিতে, আবার যুবক হয়ে উঠতে, তরঙ্গচূড়ায় চড়ে বসতে। এই মহান উদ্যাপনে এটাই করতে চাই মন থেকে। তবে সেটা করতেও সাহস হয় না, ছেলেমানুষির অপবাদে হাসিঠাট্টা হতে পারে! আজ এত সম্মান আমি পেলাম, কিন্তু একটি বাকি রয়ে গেল। একটিই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হলো, যৌবনের উপহার। আমরা কেউই তত বৃদ্ধ হইনি যে তাকে ভুলে যাব। আমাদের যাদের বয়স হয়েছে, তাদের উচিত কয়েক কদম পিছিয়ে যৌবনকে ঝালিয়ে নেওয়া পরম মর্যাদার সঙ্গে।
আমার কী করণীয় তা আমার জানা নেই, এরপর কী করা উচিত, সেটাও ছাই জানি না! তবে সুইডেনের যুবাশক্তি তথা বিশ্বের সর্বত্র যে যুবক-যুবতীরা রয়েছেন, তাঁদের উল্লাস জানাতে আমার পানপাত্র আজ তুলে ধরলাম; জীবনের যা নতুন এবং যৌবনময়, তারই উদ্দেশ্যে।
নরওয়েজিয়ান সাহিত্যিক ন্যুট হ্যামসন ১৯২০ সালে নোবেল পুরস্কার পান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে রয়েছে প্রাচীন এক মন্দির। গোরক্ষনাথ মন্দির বা গোরকই মন্দির নামেই এটি পরিচিত। মন্দির প্রাঙ্গণে তিনটি শিবমন্দির, একটি কালীমন্দির ও একটি নাথমন্দির ও নাথ আশ্রমের পাশাপাশি রয়েছে বড় বড় কালো পাথর দিয়ে নির্মিত রহস্যময় এক কূপ। কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন...
২০ ঘণ্টা আগেআর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
৪ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৯ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
১০ দিন আগে