Ajker Patrika

ভলতেয়ার

ভলতেয়ার

ফরাসি বিপ্লব শুধু ইউরোপ নয়, পৃথিবীকে নতুন করে দেখার চোখ খুলে দিয়েছিল। এই বিপ্লব সামন্তবাদের অবসান ঘটিয়ে ব্যক্তির মুক্তির পথ প্রশস্ত করেছিল। একই সঙ্গে রাজশাসনের বদলে নাগরিকের অধিকারের কথা প্রথম উচ্চারিত হয়েছিল এ সময়। এই বিপ্লব বিশেষভাবে প্রভাবিত হয়েছিল ভলতেয়ারের চিন্তা ও দর্শনের দ্বারা। এর প্রত্যক্ষ অভিঘাতে ১৭৮৯ সালে সাম্য, মৈত্রী, স্বাধীনতার অমিয় বাণীকে বুকে ধারণ করে ফরাসিরা স্বৈরাচারী রাজা ষোড়শ লুইকে ক্ষমতাচ্যুত করে।

ভলতেয়ার নামে পরিচিত হলেও তাঁর মূল নাম ফ্রঁসোয়া মারি আরুয়ে। অষ্টাদশ শতকের সবচেয়ে প্রভাবশালী ফরাসি কবি, নাট্যকার, সাহিত্যিক ও দার্শনিক তিনি। তিনি ছিলেন নাগরিক অধিকারের পক্ষের অন্যতম প্রবক্তা। তাঁর পুরো জীবনটাই ছিল বিতর্ক, বঞ্চনা আর নির্যাতনে ভরা।

তিনি স্বৈরাচার, অভিজাত শাসক, গির্জা তথা খ্রিষ্টধর্মকে তিনি ফ্রান্সের সার্বিক বিকাশে বাধা হিসেবে মনে করেছিলেন। তাই তিনি গির্জার ভণ্ডামি, মূর্খতাকে জনসমক্ষে তুলে ধরতে কলম হাতে নেন। এ জন্য তাঁকে রাজা ষোড়শ লুইয়ের অত্যাচারের সম্মুখীন হতে হয়। বিদ্রূপধর্মী লেখা ‘রিজেন্ট’-এর জন্য তাঁকে বাস্তিলের কারাগারে বন্দী করা হয়। রাজপরিবারের সঙ্গে বিরোধের কারণে ১৭২০ সালে ইংল্যান্ডে নির্বাসনে চলে যেতে বাধ্য হন। 

তাঁর আলোচিত উপন্যাস ‘কাঁদিদ’। এই উপন্যাসে শাসকদের ক্ষমতায় টিকে থাকা এবং প্রজাদের দুর্গতি, নারী ও শিশুদের ওপর অমানবিকতা, ধর্মযাজকদের ভণ্ডামি, লোভ ও ঈর্ষার কথা উঠে এসেছে। পাশাপাশি কৌলীন্য প্রথার বিরোধিতা করে মানুষকে সমানভাবে ভাবা, দাসপ্রথার কুফল এবং তা থেকে মানবজাতিকে মুক্ত করার চিন্তাসহ নানা বিষয় উঠে এসেছে। রূপকের আড়ালে উঠে এসেছে ওই সময়কার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা। তাঁর স্যাটায়ার করার অসাধারণ ক্ষমতা ছিল।

তাঁকে ফ্রান্সের বিশিষ্টজনেরা হোমার ও ভার্জিলের সমকক্ষ বলে মনে করতেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ২ হাজার বই ও ২০ হাজার চিঠি। 

এই মহান দার্শনিক ১৬৯৪ সালের ২১ নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত