সম্পাদকীয়
ওস্তাদ আমির খাঁ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কণ্ঠশিল্পী এবং ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা। একসময় খেয়াল গান পরিবেশন করে তিনি ভারতবর্ষের অন্যতম ওস্তাদ হিসেবে পরিচিতি পান।
তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের ইন্দোর রাজ্যে (বর্তমানে মধ্যপ্রদেশ) অবস্থিত এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
১৯৩৪ সালে আমির খাঁ মুম্বাই আসেন এবং তাঁর একাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়। তবে তখন তেমন সাড়া পাননি। যুবক বয়সে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় হোটেলে থাকার মতো সামর্থ্য ছিল না তাঁর। একটি বাড়িতে দারোয়ানের কাজ পান। রাতে পাহারাদারি শেষে দিনের বেলা সংগীতচর্চা করতেন। তাঁর সুর সৃষ্টির মধ্যে সুফি ভাবনা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি সব ধর্মের মেলবন্ধনের মধ্য দিয়ে বিশ্বমানবতার কথা স্পষ্টভাবে উঠে এসেছে।
তাঁর সংগীত পরিবেশনায় একটি বিশিষ্টতা হলো যন্ত্রানুষঙ্গের বাহুল্যহীনতা। আসল জাদু ছিল তাঁর সিদ্ধিলব্ধ কণ্ঠে এবং নিজস্ব গায়কিতে। সেই জাদুতেই তিনি আসরসুদ্ধ শ্রোতাদের নিমেষে মন্ত্রমুগ্ধ করে ফেলতেন।
পারিবারিক জীবনে শান্তি ছিল না তাঁর। প্রথম স্ত্রী ছিলেন ওস্তাদ এনায়েত খাঁর কন্যা এবং সেতারিয়া বিলায়েত খাঁর বোন। সেই স্ত্রীর সঙ্গে কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায়। কারণ তাঁর রোজগার তখন যৎসামান্য। এরপর সম্পর্ক হয় মুন্নিবাইয়ের সঙ্গে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মুন্নিবাইকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও সুখের হয়নি, অশান্তি লেগেই থাকত।
তাঁর গান গাওয়ার একটি পদ্ধতি ছিল। তিনি নিজেই নিয়ম বেঁধে নিয়েছিলেন—মদ্যপান করার পর কখনো গাইতেন না। যে দিন তাঁর আসর থাকত, সকাল থেকে খালি পেটে থাকতেন। বলতেন, পেট খালি থাকলে গলা চনচনে থাকে। রাতে আসর শেষ হলে খাওয়া-দাওয়ার পর মদ্যপান করতেন। তখন আর গান গাইতেন না।
ভারতের সংগীত জগতের এই কিংবদন্তি ওস্তাদ ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
ওস্তাদ আমির খাঁ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কণ্ঠশিল্পী এবং ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা। একসময় খেয়াল গান পরিবেশন করে তিনি ভারতবর্ষের অন্যতম ওস্তাদ হিসেবে পরিচিতি পান।
তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের ইন্দোর রাজ্যে (বর্তমানে মধ্যপ্রদেশ) অবস্থিত এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
১৯৩৪ সালে আমির খাঁ মুম্বাই আসেন এবং তাঁর একাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়। তবে তখন তেমন সাড়া পাননি। যুবক বয়সে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় হোটেলে থাকার মতো সামর্থ্য ছিল না তাঁর। একটি বাড়িতে দারোয়ানের কাজ পান। রাতে পাহারাদারি শেষে দিনের বেলা সংগীতচর্চা করতেন। তাঁর সুর সৃষ্টির মধ্যে সুফি ভাবনা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি সব ধর্মের মেলবন্ধনের মধ্য দিয়ে বিশ্বমানবতার কথা স্পষ্টভাবে উঠে এসেছে।
তাঁর সংগীত পরিবেশনায় একটি বিশিষ্টতা হলো যন্ত্রানুষঙ্গের বাহুল্যহীনতা। আসল জাদু ছিল তাঁর সিদ্ধিলব্ধ কণ্ঠে এবং নিজস্ব গায়কিতে। সেই জাদুতেই তিনি আসরসুদ্ধ শ্রোতাদের নিমেষে মন্ত্রমুগ্ধ করে ফেলতেন।
পারিবারিক জীবনে শান্তি ছিল না তাঁর। প্রথম স্ত্রী ছিলেন ওস্তাদ এনায়েত খাঁর কন্যা এবং সেতারিয়া বিলায়েত খাঁর বোন। সেই স্ত্রীর সঙ্গে কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায়। কারণ তাঁর রোজগার তখন যৎসামান্য। এরপর সম্পর্ক হয় মুন্নিবাইয়ের সঙ্গে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মুন্নিবাইকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও সুখের হয়নি, অশান্তি লেগেই থাকত।
তাঁর গান গাওয়ার একটি পদ্ধতি ছিল। তিনি নিজেই নিয়ম বেঁধে নিয়েছিলেন—মদ্যপান করার পর কখনো গাইতেন না। যে দিন তাঁর আসর থাকত, সকাল থেকে খালি পেটে থাকতেন। বলতেন, পেট খালি থাকলে গলা চনচনে থাকে। রাতে আসর শেষ হলে খাওয়া-দাওয়ার পর মদ্যপান করতেন। তখন আর গান গাইতেন না।
ভারতের সংগীত জগতের এই কিংবদন্তি ওস্তাদ ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে রয়েছে প্রাচীন এক মন্দির। গোরক্ষনাথ মন্দির বা গোরকই মন্দির নামেই এটি পরিচিত। মন্দির প্রাঙ্গণে তিনটি শিবমন্দির, একটি কালীমন্দির ও একটি নাথমন্দির ও নাথ আশ্রমের পাশাপাশি রয়েছে বড় বড় কালো পাথর দিয়ে নির্মিত রহস্যময় এক কূপ। কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন...
১ দিন আগেআর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
৫ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৯ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
১০ দিন আগে