আল আমিন
কোভিড ইফেক্ট তাঁকেও আক্রান্ত করেছিল। উচ্চশিক্ষিত খাদিজা ভালো বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কোভিডকালে প্রতিষ্ঠানটির ব্যবসা ভালো যাচ্ছিল না। সে সময় খাদিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নিয়মমাফিক অফিস থেকে ছুটি চাইলে অফিস জানিয়ে দিল, চাকরিটা ছেড়ে দিতে পারেন। খাদিজা চাকরিটা ছেড়ে দিলেন। খাদিজা জানতেন, তিনি কাজ করে আয় করতে পারবেন। শুরু করলেন নকশিকাঁথার ব্যবসা। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ এবং আগের চাকরি করার অভিজ্ঞতায় হয়ে উঠলেন যুব উন্নয়নের প্রশিক্ষক।
কয়েকজন নারী নিয়ে খাদিজা শুরু করলেন ‘সফলতা নকশি ঘর’ নামের অনলাইন ব্যবসা। লোকজন নানা কথা বলা শুরু করল। যখন স্বয়ংক্রিয় মেশিনে সুন্দর নকশার নকশিকাঁথা পাওয়া যায় কম দামে, তখন খাদিজার নকশিকাঁথা কিনবে কে?
এই চিন্তা ছিল খাদিজারও। তবে তিনি জানতেন, হাতের কাজের নিপুণ ছোঁয়ার চাহিদা দেশে ও বিদেশে আছে। নিজের চেষ্টায় দেশেই পেলেন অল্প কিছু অর্ডার। এভাবে চলছিল পঞ্চগড় শহরের রওশনবাগ এলাকার উদ্যমী নারী খাজিদা আকতারের জীবন।
এরপর প্রথমে ইন্দোনেশিয়া থেকে ১০ লাখ টাকার নকশিকাঁথার অর্ডার পেলেন খাদিজা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে ইতালি, জাপান, তুরস্ক থেকে কোটি টাকার বেশি নকশিকাঁথার অর্ডার পান। খাদিজা জানান, এই অর্জনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তাঁর স্বামী আওরঙ্গজেব। যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও পেয়েছেন নানা সহযোগিতা।
খাদিজার কারখানায় কাজ করে আয় করছেন শতাধিক নারী। যাঁদের অধিকাংশ গৃহিণী, শিক্ষার্থী কিংবা বিধবা। তাঁর অর্জনে পঞ্চগড়ের নারী উদ্যোক্তারা পাচ্ছেন অনুপ্রেরণা। এখন নিজের সাফল্যে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন ঋণ সহায়তা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে জেলা পর্যায়ে জয়িতা পদক পেয়েছেন খাদিজা আকতার। গত ৯ ডিসেম্বর পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী এই পদক তুলে দেন তাঁর হাতে।
প্রতিষ্ঠানটির জন্য নিজস্ব আউটলেট স্থাপন করা এবং নিজের কারখানায় হাজারো নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করাই এখন খাদিজা আকতারের স্বপ্ন।
কোভিড ইফেক্ট তাঁকেও আক্রান্ত করেছিল। উচ্চশিক্ষিত খাদিজা ভালো বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কোভিডকালে প্রতিষ্ঠানটির ব্যবসা ভালো যাচ্ছিল না। সে সময় খাদিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নিয়মমাফিক অফিস থেকে ছুটি চাইলে অফিস জানিয়ে দিল, চাকরিটা ছেড়ে দিতে পারেন। খাদিজা চাকরিটা ছেড়ে দিলেন। খাদিজা জানতেন, তিনি কাজ করে আয় করতে পারবেন। শুরু করলেন নকশিকাঁথার ব্যবসা। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ এবং আগের চাকরি করার অভিজ্ঞতায় হয়ে উঠলেন যুব উন্নয়নের প্রশিক্ষক।
কয়েকজন নারী নিয়ে খাদিজা শুরু করলেন ‘সফলতা নকশি ঘর’ নামের অনলাইন ব্যবসা। লোকজন নানা কথা বলা শুরু করল। যখন স্বয়ংক্রিয় মেশিনে সুন্দর নকশার নকশিকাঁথা পাওয়া যায় কম দামে, তখন খাদিজার নকশিকাঁথা কিনবে কে?
এই চিন্তা ছিল খাদিজারও। তবে তিনি জানতেন, হাতের কাজের নিপুণ ছোঁয়ার চাহিদা দেশে ও বিদেশে আছে। নিজের চেষ্টায় দেশেই পেলেন অল্প কিছু অর্ডার। এভাবে চলছিল পঞ্চগড় শহরের রওশনবাগ এলাকার উদ্যমী নারী খাজিদা আকতারের জীবন।
এরপর প্রথমে ইন্দোনেশিয়া থেকে ১০ লাখ টাকার নকশিকাঁথার অর্ডার পেলেন খাদিজা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে ইতালি, জাপান, তুরস্ক থেকে কোটি টাকার বেশি নকশিকাঁথার অর্ডার পান। খাদিজা জানান, এই অর্জনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তাঁর স্বামী আওরঙ্গজেব। যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও পেয়েছেন নানা সহযোগিতা।
খাদিজার কারখানায় কাজ করে আয় করছেন শতাধিক নারী। যাঁদের অধিকাংশ গৃহিণী, শিক্ষার্থী কিংবা বিধবা। তাঁর অর্জনে পঞ্চগড়ের নারী উদ্যোক্তারা পাচ্ছেন অনুপ্রেরণা। এখন নিজের সাফল্যে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন ঋণ সহায়তা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে জেলা পর্যায়ে জয়িতা পদক পেয়েছেন খাদিজা আকতার। গত ৯ ডিসেম্বর পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী এই পদক তুলে দেন তাঁর হাতে।
প্রতিষ্ঠানটির জন্য নিজস্ব আউটলেট স্থাপন করা এবং নিজের কারখানায় হাজারো নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করাই এখন খাদিজা আকতারের স্বপ্ন।
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
৮ ঘণ্টা আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
৮ ঘণ্টা আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
৮ ঘণ্টা আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
৮ ঘণ্টা আগে