কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
বেশ নরমসরম ছোট্ট একটা বান। মাঝ বরাবর চিরে তাতে দেওয়া হয়েছে আলু, একটু গার্লিক আর সামান্য চিলি সস। নাম পটেটো র্যাবিটো। ছোটদের কথা বিবেচনায় রেখে বানানো হয়েছে মজার এই খাবার। বড়দের জন্যও আছে বিভিন্ন স্বাদের ফ্রেশ ক্রিম ব্রেড, চকলেট ব্রাউনি, বিভিন্ন স্বাদের ওয়াফেল, লেবানিজ হুমুস পিটা ব্রেড, কিসমিসে ভরা টার্কিশ সিমিট ব্রেড, চিকেন পাফ, নানান ধরনের চা ও কফি, গোয়ানিজ ড্রিংস গোয়া লেমন, আইস টি, মিন্ট লেমোনেডসহ বিভিন্ন ধরনের পানীয়। আদাবর ১২ নম্বর রোডের একটি বাড়ির গ্যারেজে গড়ে ওঠা এই ক্যাফেতে শুধু দারুণ খাবারই পাওয়া যায় না, সেখানে অক্লান্ত আড্ডাও দেওয়া যায়। ক্যাফের মালিক চান, এই আত্মকেন্দ্রিক শহরের মানুষ তাঁর ক্যাফেতে বসে প্রাণ খুলে কথা বলুক। এখন বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকে ক্যাফেটি। তবে আগামী মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এটি।
ক্যাফের ইন্টেরিয়র দৃষ্টিনন্দন। দেয়ালের রং থেকে শুরু করে সিলিংয়ে ঝুলে থাকা লাইট সাজানো হয়েছে মার্জিতভাবে। এখানে ঢুকতেই পাওয়া যাবে উঁচু চারটি কাঠের বেঞ্চ। আশপাশের গাছের ছায়া আর বাতাসের কারণে এখানে বসে কিংবা দাঁড়িয়েও আরাম পাওয়া যায়। একধাপ ওপরে উঠেই শুরুতে লম্বা কাউন্টার। সেখানে রাখা একটি ছোট্ট অ্যাকুরিয়াম। পাশেই কফি মেকার আর বিভিন্ন আকারের কাপ। কাউন্টারের ভেতরের দিকে সারিবদ্ধভাবে সাজানো কুকিজ, ব্রেড আর বিভিন্ন পানীয় তৈরির উপকরণ। কাউন্টার টেবিলের সঙ্গে উঁচু কয়েকটি টুল রাখা আছে সারিবদ্ধভাবে। পুরো ক্যাফেতে তিনটি টেবিল। প্রতিটি টেবিলের সঙ্গে রাখা চারটি করে চেয়ার।
ক্যাফেটির নাম ‘চা বেলা’। স্বপ্না সুলতানা নামে এক স্বপ্নবাজ নারী এর মালিক। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে হয়ে যাওয়া সুলতানা বরাবরই জড়িত ছিলেন কোনো না কোনো কাজের সঙ্গে। বাড়িতে গান, ছবি আঁকা নিয়ে ভালো থাকতে চাওয়া সুলতানাকে বিয়ের কারণে বদলে যেতে হয়েছিল অনেকখানি। একেবারে কম বয়সে বিয়ে হওয়ার মনঃকষ্ট এখনো আছে তাঁর। সেই কষ্টই তাঁকে শক্তি জুগিয়েছে সারা জীবন। রাজশাহীতে জন্ম নেওয়া সুলতানা বড় হয়েছেন দিনাজপুরে। বিয়ের পর স্বামীর সঙ্গে থেকেছেন লিবিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে। তুরস্কে লেখাপড়া করেছেন খানিক। আর দেশে স্থায়ী হন ১৯৯৪ সালের দিকে। ১৯৯৬ সালে ‘উত্তরীয়’ নামে একটি বুটিক হাউস খোলেন। ২০০৩ সালের দিকে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ওপর কোর্স করানো শুরু করেন একটি প্রতিষ্ঠানে। ২০১০ সাল পর্যন্ত সেখানে কাজ করেন সুলতানা। এরপর ‘গাঙ্গ হাওরের মাছ’ আর ‘মায়ের হেঁশেল’ নামে দুটি ফেসবুক গ্রুপ থেকে মাছ ও খাবারের ব্যবসা করতেন তিনি। ‘গাঙ্গ হাওরের মাছ’ নামের পেজটি থেকে বিক্রি করতেন রেডি টু কুক হাওরের মাছ। এ পেজ দুটি থেকে পণ্য বিক্রির অর্থ তিনি দিতেন দাতব্য কাজে।
মা আর নানির হাতের রান্না খেয়ে বড় হয়েছেন সুলতানা। দেশের বাইরেও খেয়েছেন বিস্তর। রান্না শিখেছেন বাড়ি আর কলোনির ভাবিদের কাছে, কিছু বিদেশে। সেই সব অভিজ্ঞতা দিয়ে নিজের বাড়িতে ২০২০ সালে শুরু করেন চা বেলা নামের ক্যাফেটি। তবে শুরুতে ক্যাফেতে রান্না করতেন একজন পেশাদার রাঁধুনি। কিছুদিন চলার পর সুলতানার মনে হয়, জায়গাটা বাড়ানো উচিত। তিনি ছোট ছেলে স্থপতি তাওহীদ মুস্তাফা সজীবকে সঙ্গে নিয়ে ক্যাফের নকশা করে ফেলেন। শুরু করেন নতুন যাত্রা। সেই যাত্রায় শুধু ক্যাফের সাজসজ্জাতেই নয়, নতুনত্ব আনেন খাবারের আইটেমেও। এখানে এখন প্রতিদিন নিজেদের রেসিপিতে তৈরি খাবার বিক্রি করেন সুলতানা। তাঁর হেঁশেলে এখন পাওয়া যায় মেডিটেরিয়ান ডিস থেকে টার্কিশ খাবার, ইউরোপিয়ান, চায়নিজ, ভারতীয় বিভিন্ন প্রদেশের খাবার, শ্রীলঙ্কা, নেপালসহ দেশি খাবারসহ বিভিন্ন ধরনের মোগলাই খাবার।
প্রতিদিন একটু একটু করে জমা হয় জীবনের গল্প। বিভিন্ন চরিত্রের সঙ্গে সেগুলো লিখে রাখেন ডায়েরিতে। যেদিন বিশেষ কিছু রাঁধেন, সেই রান্নার রেসিপিও লিখে রাখেন। শুধু চা বেলা আর লেখার ডায়েরিই যে সুলতানার সঙ্গী, তা নয়। বাড়ির ছাদ আর বেলকনিতে দেশি-বিদেশি হরেক রকম গাছও তাঁর পরিচর্যায় বেড়ে উঠছে। এই গাছগুলো তাঁর বড় আদরের। দেশের বাইরে থেকে আনা বিদেশি গাছের বেশ বড় সংগ্রহ আছে তাঁর।
চা বেলাকে শুধু ক্যাফে হিসেবে দেখেন না সুলতানা। এই নাভিশ্বাস ওঠা শহরে এটিকে তিনি নিশ্বাস ফেলার জায়গা করে তুলতে চান। আত্মকেন্দ্রিকতা ভুলে সেখানে বিভিন্ন বয়সের মানুষ বসুক, কথা বলুক বিভিন্ন বিষয় নিয়ে, সেটাই চান স্বপ্না সুলতানা।
বেশ নরমসরম ছোট্ট একটা বান। মাঝ বরাবর চিরে তাতে দেওয়া হয়েছে আলু, একটু গার্লিক আর সামান্য চিলি সস। নাম পটেটো র্যাবিটো। ছোটদের কথা বিবেচনায় রেখে বানানো হয়েছে মজার এই খাবার। বড়দের জন্যও আছে বিভিন্ন স্বাদের ফ্রেশ ক্রিম ব্রেড, চকলেট ব্রাউনি, বিভিন্ন স্বাদের ওয়াফেল, লেবানিজ হুমুস পিটা ব্রেড, কিসমিসে ভরা টার্কিশ সিমিট ব্রেড, চিকেন পাফ, নানান ধরনের চা ও কফি, গোয়ানিজ ড্রিংস গোয়া লেমন, আইস টি, মিন্ট লেমোনেডসহ বিভিন্ন ধরনের পানীয়। আদাবর ১২ নম্বর রোডের একটি বাড়ির গ্যারেজে গড়ে ওঠা এই ক্যাফেতে শুধু দারুণ খাবারই পাওয়া যায় না, সেখানে অক্লান্ত আড্ডাও দেওয়া যায়। ক্যাফের মালিক চান, এই আত্মকেন্দ্রিক শহরের মানুষ তাঁর ক্যাফেতে বসে প্রাণ খুলে কথা বলুক। এখন বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকে ক্যাফেটি। তবে আগামী মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এটি।
ক্যাফের ইন্টেরিয়র দৃষ্টিনন্দন। দেয়ালের রং থেকে শুরু করে সিলিংয়ে ঝুলে থাকা লাইট সাজানো হয়েছে মার্জিতভাবে। এখানে ঢুকতেই পাওয়া যাবে উঁচু চারটি কাঠের বেঞ্চ। আশপাশের গাছের ছায়া আর বাতাসের কারণে এখানে বসে কিংবা দাঁড়িয়েও আরাম পাওয়া যায়। একধাপ ওপরে উঠেই শুরুতে লম্বা কাউন্টার। সেখানে রাখা একটি ছোট্ট অ্যাকুরিয়াম। পাশেই কফি মেকার আর বিভিন্ন আকারের কাপ। কাউন্টারের ভেতরের দিকে সারিবদ্ধভাবে সাজানো কুকিজ, ব্রেড আর বিভিন্ন পানীয় তৈরির উপকরণ। কাউন্টার টেবিলের সঙ্গে উঁচু কয়েকটি টুল রাখা আছে সারিবদ্ধভাবে। পুরো ক্যাফেতে তিনটি টেবিল। প্রতিটি টেবিলের সঙ্গে রাখা চারটি করে চেয়ার।
ক্যাফেটির নাম ‘চা বেলা’। স্বপ্না সুলতানা নামে এক স্বপ্নবাজ নারী এর মালিক। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে হয়ে যাওয়া সুলতানা বরাবরই জড়িত ছিলেন কোনো না কোনো কাজের সঙ্গে। বাড়িতে গান, ছবি আঁকা নিয়ে ভালো থাকতে চাওয়া সুলতানাকে বিয়ের কারণে বদলে যেতে হয়েছিল অনেকখানি। একেবারে কম বয়সে বিয়ে হওয়ার মনঃকষ্ট এখনো আছে তাঁর। সেই কষ্টই তাঁকে শক্তি জুগিয়েছে সারা জীবন। রাজশাহীতে জন্ম নেওয়া সুলতানা বড় হয়েছেন দিনাজপুরে। বিয়ের পর স্বামীর সঙ্গে থেকেছেন লিবিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে। তুরস্কে লেখাপড়া করেছেন খানিক। আর দেশে স্থায়ী হন ১৯৯৪ সালের দিকে। ১৯৯৬ সালে ‘উত্তরীয়’ নামে একটি বুটিক হাউস খোলেন। ২০০৩ সালের দিকে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ওপর কোর্স করানো শুরু করেন একটি প্রতিষ্ঠানে। ২০১০ সাল পর্যন্ত সেখানে কাজ করেন সুলতানা। এরপর ‘গাঙ্গ হাওরের মাছ’ আর ‘মায়ের হেঁশেল’ নামে দুটি ফেসবুক গ্রুপ থেকে মাছ ও খাবারের ব্যবসা করতেন তিনি। ‘গাঙ্গ হাওরের মাছ’ নামের পেজটি থেকে বিক্রি করতেন রেডি টু কুক হাওরের মাছ। এ পেজ দুটি থেকে পণ্য বিক্রির অর্থ তিনি দিতেন দাতব্য কাজে।
মা আর নানির হাতের রান্না খেয়ে বড় হয়েছেন সুলতানা। দেশের বাইরেও খেয়েছেন বিস্তর। রান্না শিখেছেন বাড়ি আর কলোনির ভাবিদের কাছে, কিছু বিদেশে। সেই সব অভিজ্ঞতা দিয়ে নিজের বাড়িতে ২০২০ সালে শুরু করেন চা বেলা নামের ক্যাফেটি। তবে শুরুতে ক্যাফেতে রান্না করতেন একজন পেশাদার রাঁধুনি। কিছুদিন চলার পর সুলতানার মনে হয়, জায়গাটা বাড়ানো উচিত। তিনি ছোট ছেলে স্থপতি তাওহীদ মুস্তাফা সজীবকে সঙ্গে নিয়ে ক্যাফের নকশা করে ফেলেন। শুরু করেন নতুন যাত্রা। সেই যাত্রায় শুধু ক্যাফের সাজসজ্জাতেই নয়, নতুনত্ব আনেন খাবারের আইটেমেও। এখানে এখন প্রতিদিন নিজেদের রেসিপিতে তৈরি খাবার বিক্রি করেন সুলতানা। তাঁর হেঁশেলে এখন পাওয়া যায় মেডিটেরিয়ান ডিস থেকে টার্কিশ খাবার, ইউরোপিয়ান, চায়নিজ, ভারতীয় বিভিন্ন প্রদেশের খাবার, শ্রীলঙ্কা, নেপালসহ দেশি খাবারসহ বিভিন্ন ধরনের মোগলাই খাবার।
প্রতিদিন একটু একটু করে জমা হয় জীবনের গল্প। বিভিন্ন চরিত্রের সঙ্গে সেগুলো লিখে রাখেন ডায়েরিতে। যেদিন বিশেষ কিছু রাঁধেন, সেই রান্নার রেসিপিও লিখে রাখেন। শুধু চা বেলা আর লেখার ডায়েরিই যে সুলতানার সঙ্গী, তা নয়। বাড়ির ছাদ আর বেলকনিতে দেশি-বিদেশি হরেক রকম গাছও তাঁর পরিচর্যায় বেড়ে উঠছে। এই গাছগুলো তাঁর বড় আদরের। দেশের বাইরে থেকে আনা বিদেশি গাছের বেশ বড় সংগ্রহ আছে তাঁর।
চা বেলাকে শুধু ক্যাফে হিসেবে দেখেন না সুলতানা। এই নাভিশ্বাস ওঠা শহরে এটিকে তিনি নিশ্বাস ফেলার জায়গা করে তুলতে চান। আত্মকেন্দ্রিকতা ভুলে সেখানে বিভিন্ন বয়সের মানুষ বসুক, কথা বলুক বিভিন্ন বিষয় নিয়ে, সেটাই চান স্বপ্না সুলতানা।
মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম নারীদের নিয়ে সি রেঞ্জার বাহিনী গঠন করেছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে এই রেঞ্জার বাহিনীর কথা জানান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও নারী ক্ষমতায়নের প্রতি দেশটির প্রতিশ্র
৩ দিন আগেচব্বিশের জুলাই। ৩১ দিনে নয়, শেষ হয়েছিল ৩৬ দিনে। সেই উত্তাল সময় তৈরি করেছে নানা আনন্দের স্মৃতি ও বেদনার ক্ষত। তৈরি হয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। কেউ কেউ জীবনের পরোয়া না করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সে সময়। কেউ পানি দিয়েছিলেন, কেউ আহত ব্যক্তিদের নিজের রিকশায় নিয়ে গিয়েছিলেন হাসপাতালে...
৪ দিন আগে৩০ বছর ধরে পাঁপড় বানিয়ে চলেছেন! সেই পাঁপড় বিক্রি করে চলছে সংসার, প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও ছেলের পড়াশোনা। বলছি মাদারীপুর শহরের পাকদি এলাকার হারুন-অর-রশীদ (৬৫) ও মজিদা বেগম (৫০) দম্পতির গল্প।
৪ দিন আগেসুতার নাম কেভলার। সুতি বা কটন, রেশম, রেয়ন ইত্যাদি সুতার কথা আমরা জানি। সেগুলো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারও করি। কিন্তু কেভলার? না, সাধারণ মানুষ এই সুতায় তৈরি পোশাক ব্যবহার করে না। বিশেষ অবস্থার জন্য বিশেষ ধরনের পোশাক তৈরিতেই শুধু এই কেভলার ফাইবার ব্যবহার করা হয়।
৪ দিন আগে