সিফাত রাব্বানী, ঢাকা
ফ্যাশনের জন্য হান্না দেশাই তথা কোকোবিউটিয়া আর সময় ব্যবস্থাপনায় ইলন মাস্ক তাঁর পছন্দের মানুষ। শুধু সাফল্য নয়, নাফিজা ভালোবাসেন সফল মানুষের পেছনের গল্প। তাঁকে আকৃষ্ট করে সফল মানুষের গুণের কথা। মনে করেন, সবকিছুর চেয়ে কঠিন আত্মবিশ্বাস ধরে রাখা। সেই আত্মবিশ্বাসের কারণেই তিনি জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডিতে স্ট্র্যাটেজিক ও রেপুটেশন ম্যানেজমেন্ট সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। নাফিজা আনজুম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে পেয়েছেন সেই সাফল্যের দেখা।
২০১৯ সালে অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাফিজা আনজুমকে। অসুস্থ বাবাকে হারানোর ভয় এবং অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর পরিবারকে। সেই কঠিন সময়ে কোথাও তেমন কোনো সহযোগিতা না পাওয়া তাঁকে ‘ব্রেকিং পয়েন্টে’র দিকে ঠেলে দেয়।
সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নাফিজা আনজুম বাধ্য হন স্বাভাবিক সব চিন্তা বাদ দিতে। ছোট ভাইবোনদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি ব্যস্ত হয়ে ওঠেন। ছয় মাস প্রচুর পরিশ্রম করে তিনি এইচটিডব্লিউ-বার্লিনে ভর্তি হয়ে মহামারির জন্য এক বছর অনলাইনে ক্লাস চালিয়ে যান। ২০২২ সালের এপ্রিলে বার্লিন চলে যান। সেখানে বড় প্রতিষ্ঠানগুলোর ইন্টার্নশিপ নিয়ে গবেষণা শুরু করার কথা ভাবতে থাকেন। সে সময় তিনি পরিচিত হন ‘বিগ থ্রি’ নামে পরিচিত বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ও অডির সঙ্গে। নাফিজা মার্সিডিজ বেঞ্জ ও অডি থেকে গবেষণার প্রস্তাব পান। শেষ পর্যন্ত অডিতে যোগ দেন।
অডির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বেশ কঠিন। সে জন্য নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করে তোলেন নাফিজা। পেশাদার প্ল্যাটফর্ম লিংকড-ইনে নিজের নেটওয়ার্কিং বাড়ান। অডির প্রায় ১০০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করে একপর্যায়ে সেখানকার ম্যানেজারের সঙ্গেও যোগাযোগে সক্ষম হন তিনি। ম্যানেজারকে অডির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝাতে সক্ষম হন নাফিজা। তারপর প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্ব পেরিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রস্তাব আসে তাঁর কাছে।
অডিতে নিজের বিভাগে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছেন নাফিজা আনজুম।
ফ্যাশনের জন্য হান্না দেশাই তথা কোকোবিউটিয়া আর সময় ব্যবস্থাপনায় ইলন মাস্ক তাঁর পছন্দের মানুষ। শুধু সাফল্য নয়, নাফিজা ভালোবাসেন সফল মানুষের পেছনের গল্প। তাঁকে আকৃষ্ট করে সফল মানুষের গুণের কথা। মনে করেন, সবকিছুর চেয়ে কঠিন আত্মবিশ্বাস ধরে রাখা। সেই আত্মবিশ্বাসের কারণেই তিনি জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডিতে স্ট্র্যাটেজিক ও রেপুটেশন ম্যানেজমেন্ট সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। নাফিজা আনজুম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে পেয়েছেন সেই সাফল্যের দেখা।
২০১৯ সালে অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাফিজা আনজুমকে। অসুস্থ বাবাকে হারানোর ভয় এবং অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর পরিবারকে। সেই কঠিন সময়ে কোথাও তেমন কোনো সহযোগিতা না পাওয়া তাঁকে ‘ব্রেকিং পয়েন্টে’র দিকে ঠেলে দেয়।
সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নাফিজা আনজুম বাধ্য হন স্বাভাবিক সব চিন্তা বাদ দিতে। ছোট ভাইবোনদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি ব্যস্ত হয়ে ওঠেন। ছয় মাস প্রচুর পরিশ্রম করে তিনি এইচটিডব্লিউ-বার্লিনে ভর্তি হয়ে মহামারির জন্য এক বছর অনলাইনে ক্লাস চালিয়ে যান। ২০২২ সালের এপ্রিলে বার্লিন চলে যান। সেখানে বড় প্রতিষ্ঠানগুলোর ইন্টার্নশিপ নিয়ে গবেষণা শুরু করার কথা ভাবতে থাকেন। সে সময় তিনি পরিচিত হন ‘বিগ থ্রি’ নামে পরিচিত বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ও অডির সঙ্গে। নাফিজা মার্সিডিজ বেঞ্জ ও অডি থেকে গবেষণার প্রস্তাব পান। শেষ পর্যন্ত অডিতে যোগ দেন।
অডির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বেশ কঠিন। সে জন্য নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করে তোলেন নাফিজা। পেশাদার প্ল্যাটফর্ম লিংকড-ইনে নিজের নেটওয়ার্কিং বাড়ান। অডির প্রায় ১০০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করে একপর্যায়ে সেখানকার ম্যানেজারের সঙ্গেও যোগাযোগে সক্ষম হন তিনি। ম্যানেজারকে অডির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝাতে সক্ষম হন নাফিজা। তারপর প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্ব পেরিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রস্তাব আসে তাঁর কাছে।
অডিতে নিজের বিভাগে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছেন নাফিজা আনজুম।
বান্দরবানের থানচিতে ৫ মে সকালে পাহাড়ের জুমখেতে ধান রোপণ করতে গিয়েছিলেন এক খেয়াং নারী। দুপুরে বাড়ি ফিরে ভাত খাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিকেলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের পাশের একটি নালায় তাঁর লাশ খুঁজে
২ দিন আগেবাকি দুনিয়ার কাছে নাম না জানা কাবুলের এক সরু গলির ভেতর অখ্যাত এক স্কুলে সংগোপনে হয়ে গেল দুই দিনের এক প্রদর্শনী। কাবুল শুনেই বুঝতে পারছেন, সেখানে এসব প্রদর্শনী সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু সেটি হয়ে গেল।
২ দিন আগেআমার মামারা মায়ের সম্পত্তি দিচ্ছেন না। দিই-দিচ্ছি করে ঘোরাচ্ছেন অনেক বছর ধরে। এই কাজ কীভাবে করা সম্ভব? মায়ের নামে জমি খারিজ করতে গেলে মামাদের এনআইডি লাগবে। কীভাবে সেটা বের করতে পারি?
২ দিন আগেশিশুরা ভালোভাবে তখন শেখে, যখন তথ্য দেওয়ার পাশাপাশি সেগুলোকে তাদের নিজস্ব ধারণার মাধ্যমে বুঝতে দেওয়া হয়। নিজস্ব ধারণা এবং আগ্রহ বিকাশের সুযোগ দেওয়া হলে শিশুরা কেবল জ্ঞান অর্জন করবে না, বরং সেই জ্ঞানকে ব্যবহার করাও শিখবে। এই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য ১৯১৫ সালে নিউইয়র্ক সিটিতে একটি স্কুল খোলা হয়।
২ দিন আগে