আমিনুল ইসলাম নাবিল, ঢাকা
নেপালের পোখারায় গত রোববার বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির ৬৮ যাত্রী ও ৪ ক্রুর কেউই হয়তো আর বেঁচে নেই। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়স্পর্শী গল্প। কদিন আগেও যাঁরা ছিলেন প্রাণবন্ত, আজ তাঁরা সবাই অতীত!
একরাশ স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে উড়োজাহাজ চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অঞ্জু খাতিওয়াদা। ২০১০ সাল থেকে কো-পাইলট হিসেবে কাজ শুরু করেন তিনি। মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় জীবনাবসান হয়েছে তাঁর। স্বপ্নের সেই ককপিটেই শেষ হয়েছে সংগ্রামী এই নারীর জীবন।
অঞ্জুর এই পেশায় আসার পেছনেও ছিল এক বেদনাদায়ক দুর্ঘটনার গল্প। অঞ্জুর স্বামী দীপক পোখরেল এমনই এক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৬ বছর আগে প্রাণ হারিয়েছিলেন। ২০০৬ সালে একই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি। তখন থেকেই স্বামীর মতো পাইলট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অঞ্জু। সফলতাও এসে ধরা দেয়। অনেক বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পাইলটিং কোর্স শেষ করে ২০১০ সালে নেপালে ফেরেন অঞ্জু। তখন থেকেই তাঁর আকাশে ডানা মেলে ওড়ার শুরু।
বিশ্ব মিডিয়ায়ও এই নারীর সংগ্রামী গল্প উঠে এসেছে। সবার কণ্ঠে এখন বিষাদের সুর। আর কয়েকটা দিন পেরোলেই ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স পেয়ে যেতেন অঞ্জু। ইয়েতি এয়ারলাইনসের ফ্লাইট ৬৯১ উড়োজাহাজটি সফলভাবে পোখারায় নামলেই মিলত এই প্রাপ্তি। কিন্তু ভাগ্যের কাছে হার মেনে তাঁকে চলে যেতে হলো এই পৃথিবীর মায়া ছেড়েই।
অঞ্জুর এক আত্মীয় আক্ষেপ করে নেপালি সংবাদমাধ্যম ‘লোকান্তর’কে বলেছেন, ‘এ এক বিরল কাকতালীয় ঘটনা, স্বামী ও স্ত্রী দুজনেই ছিলেন পাইলট। দুজনের মৃত্যুই হলো বিমান দুর্ঘটনায়।’
অঞ্জুর পরিবারের এক সদস্য সন্তোষ শর্মা বিবিসিকে জানিয়েছেন, তিনি এক দৃঢ়প্রতিজ্ঞ নারী ছিলেন। নিজের ও স্বামীর স্বপ্নপূরণে তিনি অবিরাম কাজ করে গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কো-পাইলট অঞ্জুর ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল!
ইয়েতি এয়ারলাইনসের সুদর্শন বরতৌলা জানিয়েছেন, অঞ্জু এয়ারলাইনে একজন পূর্ণ অধিনায়ক ছিলেন। তিনি একক ফ্লাইটও পরিচালনা করেছিলেন। অঞ্জু একজন সাহসী নারী ছিলেন।
নেপালের পোখারায় গত রোববার বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির ৬৮ যাত্রী ও ৪ ক্রুর কেউই হয়তো আর বেঁচে নেই। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়স্পর্শী গল্প। কদিন আগেও যাঁরা ছিলেন প্রাণবন্ত, আজ তাঁরা সবাই অতীত!
একরাশ স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে উড়োজাহাজ চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অঞ্জু খাতিওয়াদা। ২০১০ সাল থেকে কো-পাইলট হিসেবে কাজ শুরু করেন তিনি। মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় জীবনাবসান হয়েছে তাঁর। স্বপ্নের সেই ককপিটেই শেষ হয়েছে সংগ্রামী এই নারীর জীবন।
অঞ্জুর এই পেশায় আসার পেছনেও ছিল এক বেদনাদায়ক দুর্ঘটনার গল্প। অঞ্জুর স্বামী দীপক পোখরেল এমনই এক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৬ বছর আগে প্রাণ হারিয়েছিলেন। ২০০৬ সালে একই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি। তখন থেকেই স্বামীর মতো পাইলট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অঞ্জু। সফলতাও এসে ধরা দেয়। অনেক বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পাইলটিং কোর্স শেষ করে ২০১০ সালে নেপালে ফেরেন অঞ্জু। তখন থেকেই তাঁর আকাশে ডানা মেলে ওড়ার শুরু।
বিশ্ব মিডিয়ায়ও এই নারীর সংগ্রামী গল্প উঠে এসেছে। সবার কণ্ঠে এখন বিষাদের সুর। আর কয়েকটা দিন পেরোলেই ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স পেয়ে যেতেন অঞ্জু। ইয়েতি এয়ারলাইনসের ফ্লাইট ৬৯১ উড়োজাহাজটি সফলভাবে পোখারায় নামলেই মিলত এই প্রাপ্তি। কিন্তু ভাগ্যের কাছে হার মেনে তাঁকে চলে যেতে হলো এই পৃথিবীর মায়া ছেড়েই।
অঞ্জুর এক আত্মীয় আক্ষেপ করে নেপালি সংবাদমাধ্যম ‘লোকান্তর’কে বলেছেন, ‘এ এক বিরল কাকতালীয় ঘটনা, স্বামী ও স্ত্রী দুজনেই ছিলেন পাইলট। দুজনের মৃত্যুই হলো বিমান দুর্ঘটনায়।’
অঞ্জুর পরিবারের এক সদস্য সন্তোষ শর্মা বিবিসিকে জানিয়েছেন, তিনি এক দৃঢ়প্রতিজ্ঞ নারী ছিলেন। নিজের ও স্বামীর স্বপ্নপূরণে তিনি অবিরাম কাজ করে গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কো-পাইলট অঞ্জুর ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল!
ইয়েতি এয়ারলাইনসের সুদর্শন বরতৌলা জানিয়েছেন, অঞ্জু এয়ারলাইনে একজন পূর্ণ অধিনায়ক ছিলেন। তিনি একক ফ্লাইটও পরিচালনা করেছিলেন। অঞ্জু একজন সাহসী নারী ছিলেন।
বান্দরবানের থানচিতে ৫ মে সকালে পাহাড়ের জুমখেতে ধান রোপণ করতে গিয়েছিলেন এক খেয়াং নারী। দুপুরে বাড়ি ফিরে ভাত খাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিকেলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের পাশের একটি নালায় তাঁর লাশ খুঁজে
১ দিন আগেবাকি দুনিয়ার কাছে নাম না জানা কাবুলের এক সরু গলির ভেতর অখ্যাত এক স্কুলে সংগোপনে হয়ে গেল দুই দিনের এক প্রদর্শনী। কাবুল শুনেই বুঝতে পারছেন, সেখানে এসব প্রদর্শনী সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু সেটি হয়ে গেল।
১ দিন আগেআমার মামারা মায়ের সম্পত্তি দিচ্ছেন না। দিই-দিচ্ছি করে ঘোরাচ্ছেন অনেক বছর ধরে। এই কাজ কীভাবে করা সম্ভব? মায়ের নামে জমি খারিজ করতে গেলে মামাদের এনআইডি লাগবে। কীভাবে সেটা বের করতে পারি?
১ দিন আগেশিশুরা ভালোভাবে তখন শেখে, যখন তথ্য দেওয়ার পাশাপাশি সেগুলোকে তাদের নিজস্ব ধারণার মাধ্যমে বুঝতে দেওয়া হয়। নিজস্ব ধারণা এবং আগ্রহ বিকাশের সুযোগ দেওয়া হলে শিশুরা কেবল জ্ঞান অর্জন করবে না, বরং সেই জ্ঞানকে ব্যবহার করাও শিখবে। এই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য ১৯১৫ সালে নিউইয়র্ক সিটিতে একটি স্কুল খোলা হয়।
১ দিন আগে