উত্তরণ
ডা. ফারজানা রহমান
আমার বয়স ৩২ বছর, গৃহিণী। আমি আগে শিক্ষকতা করতাম। হঠাৎ পারিবারিক চাপে সেই চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো। তারা চায় না আমি চাকরি করি। আমার ননদ একজন সমাজকর্মী। তিনি চান, আমি তাঁর সঙ্গে কাজ করি। এতে আমার আপত্তি নেই। কিন্তু আমার চাকরি ছাড়িয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। তার আগে প্রতিদিন অশান্তিও মানতে পারতাম না বলে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এখন বলেন, সংগঠন করো। আমার কোনো সন্তান নেই। কথা বলার মানুষ নেই, পরামর্শ দেওয়ারও মানুষ নেই। দিন দিন ঘরকুনো হয়ে যাচ্ছি। এভাবে আর নিজেকে মেনে নিতে পারছি না।
মোহনা, ঢাকা
আপনার মতো অনেকে এই সমস্যার মধ্য দিয়ে যায়। শ্বশুরবাড়ির অর্থনৈতিক সামর্থ্য বা স্বামীর আর্থিক সংগতির সঙ্গে নারীর পেশাগত জীবনকে মিলিয়ে না ফেলাই ভালো। প্রত্যেক মানুষের জীবনে একটা নিজস্ব ভালো লাগার জায়গা থাকা দরকার।
শিক্ষকতা অসাধারণ এক পেশা। শিশু-কিশোরদের সঙ্গে থাকলে হয়তো আপনার মন ও সময় সুন্দর কাটত। আমার মনে হয়, এবার আপনি আপনার সমাজকর্মী ননদের সঙ্গে সরাসরি কথা বলুন। তাঁকে জানান, একেকজনের কাছে কাজের অর্থ একেক রকম। আপনি পড়াতে ভালোবাসেন। সে কারণে কাজের রুটিনমাফিক ব্যবস্থাপনা সংগঠনের কাজের চেয়ে আপনার বেশি ভালো লাগে।
আর এটিও তাঁকে এবং বিশেষ করে আপনার স্বামীকে বুঝতে দিন যে এভাবে চাপিয়ে দেওয়া কোনো কাজ আসলে কাজ তো নয়ই, ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপও বটে।
আপনার হৃদয়ের কথা শুনুন। আবার চাকরি শুরু করুন। আশা করি আপনি ভালো থাকবেন।
আমার বয়স ৩২ বছর, গৃহিণী। আমি আগে শিক্ষকতা করতাম। হঠাৎ পারিবারিক চাপে সেই চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো। তারা চায় না আমি চাকরি করি। আমার ননদ একজন সমাজকর্মী। তিনি চান, আমি তাঁর সঙ্গে কাজ করি। এতে আমার আপত্তি নেই। কিন্তু আমার চাকরি ছাড়িয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। তার আগে প্রতিদিন অশান্তিও মানতে পারতাম না বলে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এখন বলেন, সংগঠন করো। আমার কোনো সন্তান নেই। কথা বলার মানুষ নেই, পরামর্শ দেওয়ারও মানুষ নেই। দিন দিন ঘরকুনো হয়ে যাচ্ছি। এভাবে আর নিজেকে মেনে নিতে পারছি না।
মোহনা, ঢাকা
আপনার মতো অনেকে এই সমস্যার মধ্য দিয়ে যায়। শ্বশুরবাড়ির অর্থনৈতিক সামর্থ্য বা স্বামীর আর্থিক সংগতির সঙ্গে নারীর পেশাগত জীবনকে মিলিয়ে না ফেলাই ভালো। প্রত্যেক মানুষের জীবনে একটা নিজস্ব ভালো লাগার জায়গা থাকা দরকার।
শিক্ষকতা অসাধারণ এক পেশা। শিশু-কিশোরদের সঙ্গে থাকলে হয়তো আপনার মন ও সময় সুন্দর কাটত। আমার মনে হয়, এবার আপনি আপনার সমাজকর্মী ননদের সঙ্গে সরাসরি কথা বলুন। তাঁকে জানান, একেকজনের কাছে কাজের অর্থ একেক রকম। আপনি পড়াতে ভালোবাসেন। সে কারণে কাজের রুটিনমাফিক ব্যবস্থাপনা সংগঠনের কাজের চেয়ে আপনার বেশি ভালো লাগে।
আর এটিও তাঁকে এবং বিশেষ করে আপনার স্বামীকে বুঝতে দিন যে এভাবে চাপিয়ে দেওয়া কোনো কাজ আসলে কাজ তো নয়ই, ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপও বটে।
আপনার হৃদয়ের কথা শুনুন। আবার চাকরি শুরু করুন। আশা করি আপনি ভালো থাকবেন।
‘আমি একজন শরণার্থী। আমার পরদাদাও শরণার্থী ছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েলের দখলদারত্বে ভিটেছাড়া হয়েছিলেন তিনি। গাজা উপত্যকার খান ইউনিসে এক শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। আমি সেখানেই জন্মেছি, কিন্তু ইসরায়েলি সেনারা সেখানে আমাকে থাকতে দেয়নি। ২০০০ সালে আমাদের বাড়ি গুঁড়িয়ে দেয় তারা। দুই বছর আমাদের মাথার ওপর
৫ দিন আগেশিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসাও করেন। এই সবকিছুর চাপ সামলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আছিম কুটিরা গ্রামে তিনি তৈরি করেছেন কুটিরা জ্ঞানের আলো পাঠাগার। নিজের উপার্জনের কিছু অংশ পাঠাগারের পেছনে ব্যয় করেন তিনি।
৫ দিন আগেবাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে ২৪৮ কন্যা এবং ১৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নির্যাতনের শিকার নারী ও কন্যার সংখ্যা ৮৩৬। তাঁদের মধ্যে শুধু মার্চ মাসে নির্যাতনের শিকার ৪৪২ জন নারী ও কন্যা।
৫ দিন আগেবিশ শতকে যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানরা ছিল চরম বর্ণবৈষম্যের শিকার। দেশটির ইতিহাসে বিভিন্ন স্মরণীয় ঘটনা ঘটে সে সময়। তেমনি একটি ঘটনা শিল্পী মেরিয়ান অ্যান্ডারসনের কনসার্ট। সেই কনসার্টকে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসের অংশ বলে মনে রাখা হয়েছে এখনো।
৫ দিন আগে