Ajker Patrika

মারা গেল পৃথিবীর দীর্ঘতম কুকুর

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৪৮
Thumbnail image

পৃথিবীর দীর্ঘতম কুকুর জিউস মারা গেছে। বোন ক্যানসারে মৃত্যু হয় তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

জিউসের উচ্চতা ছিল ১.০৪৬ মিটার (৩ ফুট ৫.১৮ ইঞ্চি)। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করত সে। গ্রেট ডেন জাতের কুকুরটি ২০২২ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ক্যানসার ধরা পড়ার পর প্রাণীটির সামনের ডান পা কেটে ফেলতে হয়। তবে অপারেশনের পর জিউসের নিউমোনিয়া ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৩ বছর ১০ মাস।

‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দীর্ঘতম জীবিত কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া আমাদের প্রিয় কুকুর জিউসের মৃত্যুর খবর জানাচ্ছি। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার-পরবর্তী নিউমোনিয়ায় সে মারা যায়।’ কুকুরটির মালিক ব্রিটানি ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন। তিনি এটাও জানান, জিউস তাঁর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। 

‘জিউসের সঙ্গে কাটানো সময়টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের পুরো পরিবার তার বিদায় গভীরভাবে অনুভব করব। আমরা এই সময়টায় আমাদের পাশে থাকা চমৎকার মানুষদের কাছে অনেক কৃতজ্ঞ। সেরা চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ মুহূর্তে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।’ বিবৃতিতে বলেন ডেভিস। 

এই নারী আগের এক সাক্ষাৎকারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেছিলেন, তাঁর সব সময়ই গ্রেট ডেন কুকুরের শখ ছিল। সৌভাগ্যক্রমে তাঁর ভাইয়ের এক সহকর্মী আট সপ্তাহের কুকুরের ছানাটিকে দেন তাঁদের। শুরুর দিকে এত বিশাল একটি কুকুরকে ঘরময় ঘুরে বেড়ানোর কথা ভেবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে বলা চলে, প্রথম দর্শনেই একে ভালো লেগে যায় তাঁদের।

জিউস একটি স্বাচ্ছন্দ্যের জীবনই পছন্দ করত। খুব শান্ত স্বভাবের হলেও মানসিকভাবে খুব শক্ত ছিল সে। ডেভিস জানান, কুকুরটির ইচ্ছা নয় এমন কিছু তাকে দিয়ে করানো যায়নি। নভেম্বরে জিউসের বয়স চার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে পৃথিবী থেকে চিরতরে চলে গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত