সহজে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া এবং একই সঙ্গে দারুণ স্বাদের জন্য পেস্ট্রি শেফদের কাছে জনপ্রিয় উপকরণ চকলেট। প্রায়শই শেফদের বিভিন্ন ধরনের চকলেটের সহায়তায় মজাদার খাবার তৈরি করতে দেখা যায়। কেক থেকে ব্রাউনি, ট্রাফলস থেকে মুজ পর্যন্ত বিভিন্ন স্বাদের চকলেট ডেজার্ট পাওয়া যায়। কিন্তু তাই বলে চকলেট দিয়ে আস্ত এক ফিনিক্স পাখি বানানো, অবাক করবে যে কাউকে।
এমনই এক নান্দনিক ফিনিক্স তৈরি করলেন সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। যিনি তাঁর অবিশ্বাস্য চকলেট শিল্পকর্মের জন্য বিখ্যাত। গুইচনের সবশেষ সৃষ্টি চকলেটের তৈরি একটি ফিনিক্সের ভিডিও গত কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
সপ্তাহখানেক আগে শেফ গুইচন তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেন। এতে ক্যাপশন জুড়ে দেন, ‘চকলেট ফিনিক্স! সঙ্গে ২০০০ চকলেটের পালক, ফিনিক্সের অবশেষে পুনর্জন্ম হলো’।
ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বারের বেশি। আর লাইক সংগ্রহ করেছে প্রায় ৯ লাখ। এ ছাড়া মন্তব্য করেছেন কয়েক হাজার অনুসারী। অনেকেই শেফের অনবদ্য প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন।
শেফ গুইচনের এই দারুণ শিল্পকর্মটি করতে ৫ দিন সময় লেগেছে। আর এতে যোগ করা হয়েছে ২ হাজার পিস চকলেটের পালক।
সহজে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া এবং একই সঙ্গে দারুণ স্বাদের জন্য পেস্ট্রি শেফদের কাছে জনপ্রিয় উপকরণ চকলেট। প্রায়শই শেফদের বিভিন্ন ধরনের চকলেটের সহায়তায় মজাদার খাবার তৈরি করতে দেখা যায়। কেক থেকে ব্রাউনি, ট্রাফলস থেকে মুজ পর্যন্ত বিভিন্ন স্বাদের চকলেট ডেজার্ট পাওয়া যায়। কিন্তু তাই বলে চকলেট দিয়ে আস্ত এক ফিনিক্স পাখি বানানো, অবাক করবে যে কাউকে।
এমনই এক নান্দনিক ফিনিক্স তৈরি করলেন সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। যিনি তাঁর অবিশ্বাস্য চকলেট শিল্পকর্মের জন্য বিখ্যাত। গুইচনের সবশেষ সৃষ্টি চকলেটের তৈরি একটি ফিনিক্সের ভিডিও গত কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
সপ্তাহখানেক আগে শেফ গুইচন তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেন। এতে ক্যাপশন জুড়ে দেন, ‘চকলেট ফিনিক্স! সঙ্গে ২০০০ চকলেটের পালক, ফিনিক্সের অবশেষে পুনর্জন্ম হলো’।
ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বারের বেশি। আর লাইক সংগ্রহ করেছে প্রায় ৯ লাখ। এ ছাড়া মন্তব্য করেছেন কয়েক হাজার অনুসারী। অনেকেই শেফের অনবদ্য প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন।
শেফ গুইচনের এই দারুণ শিল্পকর্মটি করতে ৫ দিন সময় লেগেছে। আর এতে যোগ করা হয়েছে ২ হাজার পিস চকলেটের পালক।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৭ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১৭ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে