ইমরান খান
সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।
সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে