ইমরান খান
সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।
সমাবর্তন সভায় দ্বৈবচয়নের ভিত্তিতে দুকথা বলার সুযোগ পেয়েছেন সদ্য স্নাতক টেলু। বক্তব্যের শুরুতেই অবনত মস্তকে বললেন, আজ কোন গৌরব-গরিমা নয়; কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো বহু টেলুর গ্র্যাজুয়েট হয়ে ওঠার পেছনের নায়ক ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস ও কাট-কপি-পেস্টের প্রতি।
এই বক্তব্যে কয়েকজন মুখ টিপে হাসলেও অনেকের স্মৃতিই টাইম মেশিনে চলে যায় অ্যাসাইনমেন্ট জমার আগের রাতগুলোতে। আহা! কি বিন্দাসই না ছিল সেই সব দিনগুলি। বিকেলে-সন্ধ্যায় জমিয়ে আড্ডা, চুটিয়ে প্রেম সেরে এসে মাঝরাতে আসল কাজে হাত। সকালের আলো ফোটার পরে প্রিন্ট করে শেষ সময়ের এক মিনিট আগে জমা। আহ! শান্তি।
টেলুর এই কৃতজ্ঞতামূলক বক্তব্য উপস্থিত অনেকের মনেই জাগিয়ে দেয় অকৃতজ্ঞ মানসিকতার প্রতিচ্ছবি। শিক্ষার্থী জীবন পার করে শিক্ষক জীবনেও গবেষণা, আর্টিকেলে কপি সংস্কৃতিকে শিল্পে পরিণত করেও কখনো এভাবে কৃতজ্ঞতা জানানো যায়নি বলে লজ্জাও লাগছিল। তবে সব লজ্জা গিয়ে ঠেকল দুচারজনের ওপরে। এর মধ্যে গবেষণায় কপি করার ১৪ বছর পর এসে ‘প্লেইজারিজমের’ স্বীকৃতি নিতে অনিচ্ছুক এক মাঝবয়সী অধ্যাপকও রয়েছেন। তাঁর দিকে একযোগে তাকিয়ে অবশেষে সবার লজ্জামুক্তি হলো। লজ্জা রেখেই বা কী হবে? এই কাজ যে করেনি, সে তো হয় মিথ্যেবাদী, নয় দেবতা! সকলের মনে এই তুষ্টি নিয়ে সেদিনের মতো সভা সমাপ্তি হলো।
সভা শেষে দেখা গেল টেলুর বক্তব্য থেকে ৩৩ সেকেন্ডের ফুটেজ ফেসবুকে ভাইরাল। এই ভাইরাল ভিডিও দেখে মনে মনে কৃতজ্ঞতা জানানোর মোটিভেশন নিলেন অসংখ্য ফেসবুক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। অন্যের লেখা মেরে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়ার লোভ সামলানোর প্রতিজ্ঞা করতে না পারলেও সবাই মিলে খুঁজে বের করলেন পরমাত্মীয় ‘কাট-কপি-পেস্ট’ এর জনককে। জানা গেল, এই মহামতির নাম ল্যারি টেসলার।
এত ভাবনার মধ্যে সবার মনে গভীর শ্রদ্ধা উথলে উঠল ল্যারি টেসলার প্রতি। তবে একজনের ফেসবুক পোস্ট থেকে জানা গেল ২০২০-এর ১৭ ফেব্রুয়ারি করোনার থাবায় মারা গেছেন এই কম্পিউটার বিজ্ঞানী। এমন পরিস্থিতিতে সর্বসম্মতিতে সবার ফেসবুক পোস্ট—‘তোমাকে ভুললেও তোমার সৃষ্টিকে ভুলব না প্রিয় ভাই ল্যারি টেসলার’।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২১ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে