ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১৪ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে