হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে—কী অবস্থা হবে ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার করেন, কমোডের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
ঘটনাটি অঙ্গরাজ্যের রাজধানী কলাম্বিয়া সিটির। গত মঙ্গলবার ভোরে ওই নারী সাপটিকে আবিষ্কার করে স্বাভাবিকভাবেই চিৎকার করে ফ্ল্যাটে থাকা তাঁর বন্ধুকে ডাক দেন। পরে খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ এসে দেয়ালের পাশেই সাপটি আবিষ্কার করে।
এটি ছিল একটি বল পাইথন। এরা বিষধর না হলেও ঘরের মধ্যে বড় একটা সাপ দেখে ভয় পাওয়া স্বাভাবিক। নারীটি জানান, সাপটি দেখেই জোরে চিৎকার দিয়ে ওঠেন তিনি। কলাম্বিয়ার মার্কিন সংবাদমাধ্যম দ্য স্টেট জানায়, পুলিশ খবর পেয়েই নারীর রাইস ট্যারেসের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ডেপুটি শ্যানন হাফম্যান সাপটিকে ধরে একটি কেসে পুরে ফেলে।
‘হাফম্যান ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি জানতেন কী করতে হবে।’ এক্সে দেওয়া এক পোস্টে জানায় রিচার্ড কাউন্টি শেরিফের দপ্তর।
অজগরটি কীভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাথরুমটিতে একবার পানি উঠেছিল। তবে কীভাবে ওটা পানিতে ভরে গিয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা আশপাশের কোনো বাড়ির পোষা অজগর এবং সেখান থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই নারী কিংবা অজগর কোনোটিই আঘাত পায়নি বলে জানিয়েছে দ্য স্টেট।
এদিকে শেরিফ অফিস জানিয়েছে, তাঁরা ফোন পেয়ে অবাক হয়েছিলেন। কারণ কলাম্বিয়া সিটিতে সাধারণত সাপ উদ্ধারের জন্য ফোন আসে না।
শেরিফ অফিসের একজন মুখপাত্র দ্য স্টেটকে বলেছেন, ‘আমরা আমাদের ডেপুটিদের এমন ঘটনার জন্য ডাক পাওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুত করি। তাদের এ ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হাফম্যানের বিভিন্ন প্রাণীর বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সাপ নিয়ে কাজ করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
তবে কেউ সাপটি দাবি করেনি। বর্তমানে একজন ডেপুটি শেরিফের তত্ত্বাবধানে আছে এটি।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে—কী অবস্থা হবে ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার করেন, কমোডের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
ঘটনাটি অঙ্গরাজ্যের রাজধানী কলাম্বিয়া সিটির। গত মঙ্গলবার ভোরে ওই নারী সাপটিকে আবিষ্কার করে স্বাভাবিকভাবেই চিৎকার করে ফ্ল্যাটে থাকা তাঁর বন্ধুকে ডাক দেন। পরে খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ এসে দেয়ালের পাশেই সাপটি আবিষ্কার করে।
এটি ছিল একটি বল পাইথন। এরা বিষধর না হলেও ঘরের মধ্যে বড় একটা সাপ দেখে ভয় পাওয়া স্বাভাবিক। নারীটি জানান, সাপটি দেখেই জোরে চিৎকার দিয়ে ওঠেন তিনি। কলাম্বিয়ার মার্কিন সংবাদমাধ্যম দ্য স্টেট জানায়, পুলিশ খবর পেয়েই নারীর রাইস ট্যারেসের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ডেপুটি শ্যানন হাফম্যান সাপটিকে ধরে একটি কেসে পুরে ফেলে।
‘হাফম্যান ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি জানতেন কী করতে হবে।’ এক্সে দেওয়া এক পোস্টে জানায় রিচার্ড কাউন্টি শেরিফের দপ্তর।
অজগরটি কীভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাথরুমটিতে একবার পানি উঠেছিল। তবে কীভাবে ওটা পানিতে ভরে গিয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা আশপাশের কোনো বাড়ির পোষা অজগর এবং সেখান থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই নারী কিংবা অজগর কোনোটিই আঘাত পায়নি বলে জানিয়েছে দ্য স্টেট।
এদিকে শেরিফ অফিস জানিয়েছে, তাঁরা ফোন পেয়ে অবাক হয়েছিলেন। কারণ কলাম্বিয়া সিটিতে সাধারণত সাপ উদ্ধারের জন্য ফোন আসে না।
শেরিফ অফিসের একজন মুখপাত্র দ্য স্টেটকে বলেছেন, ‘আমরা আমাদের ডেপুটিদের এমন ঘটনার জন্য ডাক পাওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুত করি। তাদের এ ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হাফম্যানের বিভিন্ন প্রাণীর বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সাপ নিয়ে কাজ করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
তবে কেউ সাপটি দাবি করেনি। বর্তমানে একজন ডেপুটি শেরিফের তত্ত্বাবধানে আছে এটি।
পরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
২ ঘণ্টা আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
১ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৩ দিন আগেশুধু মানুষই নয়, শিম্পাঞ্জিরাও ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে—সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। আফ্রিকার জাম্বিয়ায় অবস্থিত চিমফুনশি ওয়াইল্ডলাইফ অরফানেজ ট্রাস্টের শিম্পাঞ্জিদের দুটি দলের মধ্যে বর্তমানে চলছে কানে কাঠি বা ঘাস গুঁজে রাখার ট্রেন্ড।
৪ দিন আগে