আমিনুল ইসলাম নাবিল
বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কোপা আমেরিকা’। ১৯১৬ সালে কোপা আমেরিকার যাত্রা। শতাধিক বছর পর এসে কোপা আমেরিকার নতুন সংস্করণ ‘কোপাকুপি কাপ’ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোপাকুপি কাপের প্রথম দিনের জয়ী দল ব্রাজিল বি. বাড়িয়া শাখা। প্রথম দিনে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (দুর্মুখেরা বলে আরজিতে–না) হারিয়েছে ৩-১ ব্যবধানে।
করোনার পরিস্থিতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয় এই আয়োজনের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়া মানেই পপকর্নের ব্যবসা ভালো। এবারও তার অন্যথা হয়নি। প্রবল উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুতেই স্কোর করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল বি. বাড়িয়া শাখার এক খেলোয়াড়ের চাচাকে তাঁরা চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’ পাঠিয়ে দেন।
এরপরই হয় আসল খেলা। বরাবরের মতোই ডিফেন্স থেকে একটু একটু করে খেলা তৈরি করে ব্রাজিল দলের খেলোয়াড়েরা দুর্দান্ত প্রেসিংয়ে নাকাল করতে শুরু করে প্রতিপক্ষকে। তাদের চাপে পড়ে চা–নাশতার প্রত্যুত্তরে মধ্যাহ্নভোজে বাধ্য হয় আর্জেন্টিনা বি. বাড়িয়া শাখা। দলটির তিন খেলোয়াড়কে পেট ভরে লাঞ্চ করানোর পর তাঁদেরও পাঠানো হয় ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’। হাসপাতালে যেন ফের খেলাধুলা শুরু না হয়, সে জন্য এরই মধ্যে অরণ্যে রোদন করেছে বিফা (ব্রাহ্মণবাড়িয়া ফাউল অ্যাসোসিয়েশন)।
এদিকে অবসর ভুলে বিফার কাছে কোপাকুপি কাপে অংশ নিতে আবেদন জানিয়েছে অনেকেই। এর মধ্যে রয়েছেন কামড় বাবা সুয়ারেজ, হেড রাজা জিদান, ল্যাং কিং রামোসসহ আরও অনেকেই। এতে আগ্রহ দেখাচ্ছেন অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরাও। তালিকায় আছেন জন সিনা, রক, কার্ট এঙ্গেলসহ আরও অনেকেই।
এ বিষয়ে বিফার সভাপতি কোপা শামসু বলেন, ‘বহুদিনের স্বপ্ন ছিল কোপাকুপি কাপ চালু করার। অবশেষ স্বপ্ন সত্যি হয়েছে। কোপাকুপি কাপে অংশ নেওয়াদের ধন্যবাদ। কোপাকুপি কাপের জয় হোক।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত একটাই পরিকল্পনা ব্রাজিল-আর্জেন্টিনা হোক, আর হাস কিংবা ডিমই হোক, খেলা একটাই; কোপাকুপি। খেলা হবে। আহো ভাতিজা আহো...’
বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কোপা আমেরিকা’। ১৯১৬ সালে কোপা আমেরিকার যাত্রা। শতাধিক বছর পর এসে কোপা আমেরিকার নতুন সংস্করণ ‘কোপাকুপি কাপ’ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোপাকুপি কাপের প্রথম দিনের জয়ী দল ব্রাজিল বি. বাড়িয়া শাখা। প্রথম দিনে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (দুর্মুখেরা বলে আরজিতে–না) হারিয়েছে ৩-১ ব্যবধানে।
করোনার পরিস্থিতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয় এই আয়োজনের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়া মানেই পপকর্নের ব্যবসা ভালো। এবারও তার অন্যথা হয়নি। প্রবল উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুতেই স্কোর করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল বি. বাড়িয়া শাখার এক খেলোয়াড়ের চাচাকে তাঁরা চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’ পাঠিয়ে দেন।
এরপরই হয় আসল খেলা। বরাবরের মতোই ডিফেন্স থেকে একটু একটু করে খেলা তৈরি করে ব্রাজিল দলের খেলোয়াড়েরা দুর্দান্ত প্রেসিংয়ে নাকাল করতে শুরু করে প্রতিপক্ষকে। তাদের চাপে পড়ে চা–নাশতার প্রত্যুত্তরে মধ্যাহ্নভোজে বাধ্য হয় আর্জেন্টিনা বি. বাড়িয়া শাখা। দলটির তিন খেলোয়াড়কে পেট ভরে লাঞ্চ করানোর পর তাঁদেরও পাঠানো হয় ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’। হাসপাতালে যেন ফের খেলাধুলা শুরু না হয়, সে জন্য এরই মধ্যে অরণ্যে রোদন করেছে বিফা (ব্রাহ্মণবাড়িয়া ফাউল অ্যাসোসিয়েশন)।
এদিকে অবসর ভুলে বিফার কাছে কোপাকুপি কাপে অংশ নিতে আবেদন জানিয়েছে অনেকেই। এর মধ্যে রয়েছেন কামড় বাবা সুয়ারেজ, হেড রাজা জিদান, ল্যাং কিং রামোসসহ আরও অনেকেই। এতে আগ্রহ দেখাচ্ছেন অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরাও। তালিকায় আছেন জন সিনা, রক, কার্ট এঙ্গেলসহ আরও অনেকেই।
এ বিষয়ে বিফার সভাপতি কোপা শামসু বলেন, ‘বহুদিনের স্বপ্ন ছিল কোপাকুপি কাপ চালু করার। অবশেষ স্বপ্ন সত্যি হয়েছে। কোপাকুপি কাপে অংশ নেওয়াদের ধন্যবাদ। কোপাকুপি কাপের জয় হোক।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত একটাই পরিকল্পনা ব্রাজিল-আর্জেন্টিনা হোক, আর হাস কিংবা ডিমই হোক, খেলা একটাই; কোপাকুপি। খেলা হবে। আহো ভাতিজা আহো...’
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে