Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় কোপার কোপ! 

আমিনুল ইসলাম নাবিল
Thumbnail image

বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কোপা আমেরিকা’। ১৯১৬ সালে কোপা আমেরিকার যাত্রা। শতাধিক বছর পর এসে কোপা আমেরিকার নতুন সংস্করণ ‘কোপাকুপি কাপ’ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোপাকুপি কাপের প্রথম দিনের জয়ী দল ব্রাজিল বি. বাড়িয়া শাখা। প্রথম দিনে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (দুর্মুখেরা বলে আরজিতে–না) হারিয়েছে ৩-১ ব্যবধানে। 

করোনার পরিস্থিতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয় এই আয়োজনের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়া মানেই পপকর্নের ব্যবসা ভালো। এবারও তার অন্যথা হয়নি। প্রবল উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুতেই স্কোর করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল বি. বাড়িয়া শাখার এক খেলোয়াড়ের চাচাকে তাঁরা চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’ পাঠিয়ে দেন। 

এরপরই হয় আসল খেলা। বরাবরের মতোই ডিফেন্স থেকে একটু একটু করে খেলা তৈরি করে ব্রাজিল দলের খেলোয়াড়েরা দুর্দান্ত প্রেসিংয়ে নাকাল করতে শুরু করে প্রতিপক্ষকে। তাদের চাপে পড়ে চা–নাশতার প্রত্যুত্তরে মধ্যাহ্নভোজে বাধ্য হয় আর্জেন্টিনা বি. বাড়িয়া শাখা। দলটির তিন খেলোয়াড়কে পেট ভরে লাঞ্চ করানোর পর তাঁদেরও পাঠানো হয় ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’। হাসপাতালে যেন ফের খেলাধুলা শুরু না হয়, সে জন্য এরই মধ্যে অরণ্যে রোদন করেছে বিফা (ব্রাহ্মণবাড়িয়া ফাউল অ্যাসোসিয়েশন)। 

এদিকে অবসর ভুলে বিফার কাছে কোপাকুপি কাপে অংশ নিতে আবেদন জানিয়েছে অনেকেই। এর মধ্যে রয়েছেন কামড় বাবা সুয়ারেজ, হেড রাজা জিদান, ল্যাং কিং রামোসসহ আরও অনেকেই। এতে আগ্রহ দেখাচ্ছেন অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরাও। তালিকায় আছেন জন সিনা, রক, কার্ট এঙ্গেলসহ আরও অনেকেই। 

এ বিষয়ে বিফার সভাপতি কোপা শামসু বলেন, ‘বহুদিনের স্বপ্ন ছিল কোপাকুপি কাপ চালু করার। অবশেষ স্বপ্ন সত্যি হয়েছে। কোপাকুপি কাপে অংশ নেওয়াদের ধন্যবাদ। কোপাকুপি কাপের জয় হোক।’ 

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত একটাই পরিকল্পনা ব্রাজিল-আর্জেন্টিনা হোক, আর হাস কিংবা ডিমই হোক, খেলা একটাই; কোপাকুপি। খেলা হবে। আহো ভাতিজা আহো...’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত