আমিনুল ইসলাম নাবিল
বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কোপা আমেরিকা’। ১৯১৬ সালে কোপা আমেরিকার যাত্রা। শতাধিক বছর পর এসে কোপা আমেরিকার নতুন সংস্করণ ‘কোপাকুপি কাপ’ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোপাকুপি কাপের প্রথম দিনের জয়ী দল ব্রাজিল বি. বাড়িয়া শাখা। প্রথম দিনে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (দুর্মুখেরা বলে আরজিতে–না) হারিয়েছে ৩-১ ব্যবধানে।
করোনার পরিস্থিতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয় এই আয়োজনের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়া মানেই পপকর্নের ব্যবসা ভালো। এবারও তার অন্যথা হয়নি। প্রবল উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুতেই স্কোর করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল বি. বাড়িয়া শাখার এক খেলোয়াড়ের চাচাকে তাঁরা চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’ পাঠিয়ে দেন।
এরপরই হয় আসল খেলা। বরাবরের মতোই ডিফেন্স থেকে একটু একটু করে খেলা তৈরি করে ব্রাজিল দলের খেলোয়াড়েরা দুর্দান্ত প্রেসিংয়ে নাকাল করতে শুরু করে প্রতিপক্ষকে। তাদের চাপে পড়ে চা–নাশতার প্রত্যুত্তরে মধ্যাহ্নভোজে বাধ্য হয় আর্জেন্টিনা বি. বাড়িয়া শাখা। দলটির তিন খেলোয়াড়কে পেট ভরে লাঞ্চ করানোর পর তাঁদেরও পাঠানো হয় ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’। হাসপাতালে যেন ফের খেলাধুলা শুরু না হয়, সে জন্য এরই মধ্যে অরণ্যে রোদন করেছে বিফা (ব্রাহ্মণবাড়িয়া ফাউল অ্যাসোসিয়েশন)।
এদিকে অবসর ভুলে বিফার কাছে কোপাকুপি কাপে অংশ নিতে আবেদন জানিয়েছে অনেকেই। এর মধ্যে রয়েছেন কামড় বাবা সুয়ারেজ, হেড রাজা জিদান, ল্যাং কিং রামোসসহ আরও অনেকেই। এতে আগ্রহ দেখাচ্ছেন অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরাও। তালিকায় আছেন জন সিনা, রক, কার্ট এঙ্গেলসহ আরও অনেকেই।
এ বিষয়ে বিফার সভাপতি কোপা শামসু বলেন, ‘বহুদিনের স্বপ্ন ছিল কোপাকুপি কাপ চালু করার। অবশেষ স্বপ্ন সত্যি হয়েছে। কোপাকুপি কাপে অংশ নেওয়াদের ধন্যবাদ। কোপাকুপি কাপের জয় হোক।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত একটাই পরিকল্পনা ব্রাজিল-আর্জেন্টিনা হোক, আর হাস কিংবা ডিমই হোক, খেলা একটাই; কোপাকুপি। খেলা হবে। আহো ভাতিজা আহো...’
বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কোপা আমেরিকা’। ১৯১৬ সালে কোপা আমেরিকার যাত্রা। শতাধিক বছর পর এসে কোপা আমেরিকার নতুন সংস্করণ ‘কোপাকুপি কাপ’ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোপাকুপি কাপের প্রথম দিনের জয়ী দল ব্রাজিল বি. বাড়িয়া শাখা। প্রথম দিনে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (দুর্মুখেরা বলে আরজিতে–না) হারিয়েছে ৩-১ ব্যবধানে।
করোনার পরিস্থিতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয় এই আয়োজনের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়া মানেই পপকর্নের ব্যবসা ভালো। এবারও তার অন্যথা হয়নি। প্রবল উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরুতেই স্কোর করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল বি. বাড়িয়া শাখার এক খেলোয়াড়ের চাচাকে তাঁরা চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’ পাঠিয়ে দেন।
এরপরই হয় আসল খেলা। বরাবরের মতোই ডিফেন্স থেকে একটু একটু করে খেলা তৈরি করে ব্রাজিল দলের খেলোয়াড়েরা দুর্দান্ত প্রেসিংয়ে নাকাল করতে শুরু করে প্রতিপক্ষকে। তাদের চাপে পড়ে চা–নাশতার প্রত্যুত্তরে মধ্যাহ্নভোজে বাধ্য হয় আর্জেন্টিনা বি. বাড়িয়া শাখা। দলটির তিন খেলোয়াড়কে পেট ভরে লাঞ্চ করানোর পর তাঁদেরও পাঠানো হয় ‘ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে’। হাসপাতালে যেন ফের খেলাধুলা শুরু না হয়, সে জন্য এরই মধ্যে অরণ্যে রোদন করেছে বিফা (ব্রাহ্মণবাড়িয়া ফাউল অ্যাসোসিয়েশন)।
এদিকে অবসর ভুলে বিফার কাছে কোপাকুপি কাপে অংশ নিতে আবেদন জানিয়েছে অনেকেই। এর মধ্যে রয়েছেন কামড় বাবা সুয়ারেজ, হেড রাজা জিদান, ল্যাং কিং রামোসসহ আরও অনেকেই। এতে আগ্রহ দেখাচ্ছেন অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরাও। তালিকায় আছেন জন সিনা, রক, কার্ট এঙ্গেলসহ আরও অনেকেই।
এ বিষয়ে বিফার সভাপতি কোপা শামসু বলেন, ‘বহুদিনের স্বপ্ন ছিল কোপাকুপি কাপ চালু করার। অবশেষ স্বপ্ন সত্যি হয়েছে। কোপাকুপি কাপে অংশ নেওয়াদের ধন্যবাদ। কোপাকুপি কাপের জয় হোক।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত একটাই পরিকল্পনা ব্রাজিল-আর্জেন্টিনা হোক, আর হাস কিংবা ডিমই হোক, খেলা একটাই; কোপাকুপি। খেলা হবে। আহো ভাতিজা আহো...’
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে