এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৫ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগে