অনলাইন ডেস্ক
বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৩ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
৩ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৭ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৮ দিন আগে