বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৭ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১৭ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে