Ajker Patrika

সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলা করছেন স্কুবা ডাইভার

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৬: ৪৫
সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলা করছেন স্কুবা ডাইভার

জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’

ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।

শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষটুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’

শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।

সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত