যুক্তরাষ্ট্রে এক মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে তাঁর মৃতদেহ নিয়ে ব্যাংকে হাজির হয়েছিলেন দুই নারী। তাঁরা টাকা তুলতেও পেরেছেন। টাকা তোলার পরই মৃতদেহটি হাসপাতালে ফেলে আসেন তাঁরা। অভিনব এই ঘটনা ঘটেছে ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয়, দুজন নারী একটি মৃতদেহ অ্যাশটাবুলা কাউন্টি মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ফেলে গেছেন। কিন্তু মৃতের বা ওই দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়নি। কয়েক ঘণ্টা পরে, দুই নারীর একজন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানান, মৃত ব্যক্তিটি অ্যাশটাবুলার বাসিন্দা ৮০ বছর বয়সী ডোগলাস লেম্যান।
পুলিশ লেম্যানের বাড়িতে যোগাযোগ করে এবং ক্যাশবোম ও ফেরালোর সঙ্গে কথা বলে। তাঁরা জানান, তাঁরা তিনজন একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং ওই দিনই লেম্যান মারা যান। দুই নারী লেম্যানকে গাড়ির সামনের আসনে বসান এবং নিকটস্থ ব্যাংকে নিয়ে যান।
অ্যাশটাবুলা পুলিশ প্রধান রবার্ট স্টেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, লেম্যানের মৃতদেহটি গাড়িতে এমনভাবে বসানো ছিল যেন ব্যাংকের কর্মীরা তাঁকে দেখতে পায়। এর আগেও লেম্যান সঙ্গে থাকলেই ব্যাংক তাদের টাকা তোলার অনুমতি দিয়েছে। সেদিনও তাঁরা লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন।
পুলিশ বলছে, দুই নারীর মধ্যে একজন কয়েক বছর ধরে লেম্যানের সঙ্গে লিম–ইন সম্পর্কে ছিলেন এবং আরেকজন কয়েকমাস ধরে ওই বাড়িতে থাকা শুরু করেছেন। অভিযুক্তরা বলেন, তারা প্রায়ই লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন।
গত ৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে ওই দুই নারীর বিরুদ্ধে মৃতদেহের অপব্যবহার ও সুরক্ষিত শ্রেণির ব্যক্তি থেকে চুরির মামলা দায়ের করা হয়। অ্যাশটাবুলা মিউনিসিপ্যাল আদালতের নথি অনুসারে, অভিযুক্ত দুই নারী হলেন, ক্যারেন ক্যাশবোম (৬৩) এবং লোরিন বি ফেরালো (৫৫)।
ক্যাশবোমকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে ৫ হাজার ডলারের বন্ড সই করা হয়। ফেরালোর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচারকার্য চালানো হবে। তাঁদের পক্ষে কোনো কৌঁসুলি আছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে এক মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে তাঁর মৃতদেহ নিয়ে ব্যাংকে হাজির হয়েছিলেন দুই নারী। তাঁরা টাকা তুলতেও পেরেছেন। টাকা তোলার পরই মৃতদেহটি হাসপাতালে ফেলে আসেন তাঁরা। অভিনব এই ঘটনা ঘটেছে ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয়, দুজন নারী একটি মৃতদেহ অ্যাশটাবুলা কাউন্টি মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ফেলে গেছেন। কিন্তু মৃতের বা ওই দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়নি। কয়েক ঘণ্টা পরে, দুই নারীর একজন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানান, মৃত ব্যক্তিটি অ্যাশটাবুলার বাসিন্দা ৮০ বছর বয়সী ডোগলাস লেম্যান।
পুলিশ লেম্যানের বাড়িতে যোগাযোগ করে এবং ক্যাশবোম ও ফেরালোর সঙ্গে কথা বলে। তাঁরা জানান, তাঁরা তিনজন একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং ওই দিনই লেম্যান মারা যান। দুই নারী লেম্যানকে গাড়ির সামনের আসনে বসান এবং নিকটস্থ ব্যাংকে নিয়ে যান।
অ্যাশটাবুলা পুলিশ প্রধান রবার্ট স্টেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, লেম্যানের মৃতদেহটি গাড়িতে এমনভাবে বসানো ছিল যেন ব্যাংকের কর্মীরা তাঁকে দেখতে পায়। এর আগেও লেম্যান সঙ্গে থাকলেই ব্যাংক তাদের টাকা তোলার অনুমতি দিয়েছে। সেদিনও তাঁরা লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন।
পুলিশ বলছে, দুই নারীর মধ্যে একজন কয়েক বছর ধরে লেম্যানের সঙ্গে লিম–ইন সম্পর্কে ছিলেন এবং আরেকজন কয়েকমাস ধরে ওই বাড়িতে থাকা শুরু করেছেন। অভিযুক্তরা বলেন, তারা প্রায়ই লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন।
গত ৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে ওই দুই নারীর বিরুদ্ধে মৃতদেহের অপব্যবহার ও সুরক্ষিত শ্রেণির ব্যক্তি থেকে চুরির মামলা দায়ের করা হয়। অ্যাশটাবুলা মিউনিসিপ্যাল আদালতের নথি অনুসারে, অভিযুক্ত দুই নারী হলেন, ক্যারেন ক্যাশবোম (৬৩) এবং লোরিন বি ফেরালো (৫৫)।
ক্যাশবোমকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে ৫ হাজার ডলারের বন্ড সই করা হয়। ফেরালোর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচারকার্য চালানো হবে। তাঁদের পক্ষে কোনো কৌঁসুলি আছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশগ্রহণ করেন।
৯ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
১ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৫ দিন আগে