গোলাম ওয়াদুদ
কালে কালে এ পৃথিবীতে মহামারির আগমন ঘটেছে। মহামারি কেন হয়—এ নিয়ে রয়েছে বিস্তর গবেষণা। একেক মহামারি একেক দেশ বা অঞ্চল থেকে একেক কারণে ছড়িয়েছে। আজকের বিশ্বও একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছে।
এই মহামারির একটি নামও রয়েছে। নাম–গোত্রহীন কিছু থাকাটা তো উচিত নয়। ডাকতে হলেও তো একটা নাম লাগে। এরও আছে। নাম করোনা, যার অর্থ মুকুট। সঙ্গে একটা বংশপদবীও রয়েছে—ভাইরাস। এ দেখে আগে যা একটু নাক সিটকানোর উপায় ছিল—এখন একদম নেই। কারণ, নামের প্রতি সুবিচার করেই করোনা সবাইকে দেখিয়ে দিয়েছে। দেশে দেশে এমন ত্রাহি দশা করে ছেড়েছে যে, সবাই এখন পালানোর পথ খুঁজছেন। বিষয়টি নিয়ে গোটা বিশ্ব খুব সিরিয়াস। কিন্তু এমন ছিলা টানটান সিরিয়াসনেস তো শরীর–স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঐতিহ্যেরও একটা ব্যাপার আছে। রসে–বশে থাকা দেশগুলো তাই নানা অভিনব পন্থা নিয়েছে। পিছলে পড়ে রাজাকে হাসানোর মতো করে নানা কায়দা করে করোনার মনোরঞ্জন করছে তারা।
এমনই এক দেশ করোনা নির্মূলে বিভিন্ন জাদুকরী কাজ করে যাচ্ছে। দেশটির করোনা নির্মূলের মহাপরিকল্পনা দেখে ভাইরাস সম্প্রদায় মুখ টিপে হাসবে না লেজ গুটিয়ে পালাবে, তা ঠিক বুঝে পাচ্ছে না। লেজকে এখানে আক্ষরিক অর্থে নেওয়ার কিছু নেই। সে যা হোক, বেচারা করোনা পড়েছে মহা ফাপরে। সে এখন ‘কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই’—এই দুই লাইন আওড়াচ্ছে, আর তাকে নিয়ে দেশটির করা নানা মহা এবং মহা এবং মহা মহাপরিকল্পনা দেখছে।
করোনা মহাশয় যখন ওই দেশে ঢুকল, তখন থেকেই বেকাদায় আছে। রাস্তায় বের হলেই চিন্তায় পড়ে যায়। শত দেশ ঘুরে তার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে তাকে দেখে ভয়ে সবাই ঘরে ঢুকে যায়, মুখ ঢেকে বের হয়। কিন্তু এই মুল্লুকে তার ভয়ে নয়, পুলিশের ভয়ে মুখে কাপড় দেয় লোকেরা। এ দেখেই প্রথম চমকে উঠেছিল করোনা।
দেশটি যারা চালায়, তাদের সিদ্ধান্ত দেখেও চিন্তায় পড়ে যায় সে। নিজের অস্তিত্ব নিয়েই সে চিন্তায় পড়ে গেল। তখনো সে বুঝতে পারেনি—এই তো সবে শুরু। এর পর একে একে শিথিল, কঠোর, অতি কঠোর, কঠোরতম, সর্বাত্মক নানা ভঙ্গিমার লকডাউন দেখার সৌভার্গ হয় তার। এত ধরনের লকডাউন দেখার সৌভাগ্য এই দেশে না এলে বুঝি জানাই যেত না—ভেবে সে নিজের কপালের প্রশংসা করে।
এসব কঠোরতমের মধ্যেও আবার রয়েছে নানা উপদল। কঠোরতমের মধ্যে যেমন একদিনের জন্য সব সচল দিন আসে, তেমনি দুয়ার বন্ধ দিনও আসে। সচল দিনের শিয়রে বসে তখন করোনাকে ভাবতে হয়—তবে ছুটি পেল সে!
করোনা ভাবে, তবু ভালো কেউ তার প্রতিক্রিয়া জানতে আসছে না। কী বলত তখন?
বেচারা বারবার ভাবে দেশটা ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণে ভাবে না ভালোই তো বিনোদন হচ্ছে। এমন বিনোদন আর কোথায় পাবে। আগে তো তবু যুক্তরাষ্ট্র ছিল। কিন্তু জনাব ট্রাম্প চলে যাওয়ার পর সব কেমন বিরস। কারও তো তেমন রসবোধই নেই। ব্রাজিলের বোলসোনারোও যেন কেমন হয়ে গেছে ইদানীং। তাই আর যাওয়া হয় না দেশটি ছেড়ে। সে দেশের মানুষ দারুণ রসে বশ করেছে তাকে। এখন বিনোদন নিতে নিতে মাঝেমাঝেই তার সামনে হাজির হয় সেই পুরাতন দার্শনিক প্রশ্ন—আদৌ কি আমি আছি?
কালে কালে এ পৃথিবীতে মহামারির আগমন ঘটেছে। মহামারি কেন হয়—এ নিয়ে রয়েছে বিস্তর গবেষণা। একেক মহামারি একেক দেশ বা অঞ্চল থেকে একেক কারণে ছড়িয়েছে। আজকের বিশ্বও একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছে।
এই মহামারির একটি নামও রয়েছে। নাম–গোত্রহীন কিছু থাকাটা তো উচিত নয়। ডাকতে হলেও তো একটা নাম লাগে। এরও আছে। নাম করোনা, যার অর্থ মুকুট। সঙ্গে একটা বংশপদবীও রয়েছে—ভাইরাস। এ দেখে আগে যা একটু নাক সিটকানোর উপায় ছিল—এখন একদম নেই। কারণ, নামের প্রতি সুবিচার করেই করোনা সবাইকে দেখিয়ে দিয়েছে। দেশে দেশে এমন ত্রাহি দশা করে ছেড়েছে যে, সবাই এখন পালানোর পথ খুঁজছেন। বিষয়টি নিয়ে গোটা বিশ্ব খুব সিরিয়াস। কিন্তু এমন ছিলা টানটান সিরিয়াসনেস তো শরীর–স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঐতিহ্যেরও একটা ব্যাপার আছে। রসে–বশে থাকা দেশগুলো তাই নানা অভিনব পন্থা নিয়েছে। পিছলে পড়ে রাজাকে হাসানোর মতো করে নানা কায়দা করে করোনার মনোরঞ্জন করছে তারা।
এমনই এক দেশ করোনা নির্মূলে বিভিন্ন জাদুকরী কাজ করে যাচ্ছে। দেশটির করোনা নির্মূলের মহাপরিকল্পনা দেখে ভাইরাস সম্প্রদায় মুখ টিপে হাসবে না লেজ গুটিয়ে পালাবে, তা ঠিক বুঝে পাচ্ছে না। লেজকে এখানে আক্ষরিক অর্থে নেওয়ার কিছু নেই। সে যা হোক, বেচারা করোনা পড়েছে মহা ফাপরে। সে এখন ‘কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই’—এই দুই লাইন আওড়াচ্ছে, আর তাকে নিয়ে দেশটির করা নানা মহা এবং মহা এবং মহা মহাপরিকল্পনা দেখছে।
করোনা মহাশয় যখন ওই দেশে ঢুকল, তখন থেকেই বেকাদায় আছে। রাস্তায় বের হলেই চিন্তায় পড়ে যায়। শত দেশ ঘুরে তার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে তাকে দেখে ভয়ে সবাই ঘরে ঢুকে যায়, মুখ ঢেকে বের হয়। কিন্তু এই মুল্লুকে তার ভয়ে নয়, পুলিশের ভয়ে মুখে কাপড় দেয় লোকেরা। এ দেখেই প্রথম চমকে উঠেছিল করোনা।
দেশটি যারা চালায়, তাদের সিদ্ধান্ত দেখেও চিন্তায় পড়ে যায় সে। নিজের অস্তিত্ব নিয়েই সে চিন্তায় পড়ে গেল। তখনো সে বুঝতে পারেনি—এই তো সবে শুরু। এর পর একে একে শিথিল, কঠোর, অতি কঠোর, কঠোরতম, সর্বাত্মক নানা ভঙ্গিমার লকডাউন দেখার সৌভার্গ হয় তার। এত ধরনের লকডাউন দেখার সৌভাগ্য এই দেশে না এলে বুঝি জানাই যেত না—ভেবে সে নিজের কপালের প্রশংসা করে।
এসব কঠোরতমের মধ্যেও আবার রয়েছে নানা উপদল। কঠোরতমের মধ্যে যেমন একদিনের জন্য সব সচল দিন আসে, তেমনি দুয়ার বন্ধ দিনও আসে। সচল দিনের শিয়রে বসে তখন করোনাকে ভাবতে হয়—তবে ছুটি পেল সে!
করোনা ভাবে, তবু ভালো কেউ তার প্রতিক্রিয়া জানতে আসছে না। কী বলত তখন?
বেচারা বারবার ভাবে দেশটা ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণে ভাবে না ভালোই তো বিনোদন হচ্ছে। এমন বিনোদন আর কোথায় পাবে। আগে তো তবু যুক্তরাষ্ট্র ছিল। কিন্তু জনাব ট্রাম্প চলে যাওয়ার পর সব কেমন বিরস। কারও তো তেমন রসবোধই নেই। ব্রাজিলের বোলসোনারোও যেন কেমন হয়ে গেছে ইদানীং। তাই আর যাওয়া হয় না দেশটি ছেড়ে। সে দেশের মানুষ দারুণ রসে বশ করেছে তাকে। এখন বিনোদন নিতে নিতে মাঝেমাঝেই তার সামনে হাজির হয় সেই পুরাতন দার্শনিক প্রশ্ন—আদৌ কি আমি আছি?
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২১ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে