ল–র–ব–য–হ ডেস্ক
ফলোয়ার যখন অনুসারী, তখন তার ওপর আস্থা রাখুন, তবে বুঝে–শুনে। এরা একসঙ্গে অনেককে ফলো করে এবং ঝোপ বুঝে কোপ মারে। আপনি নাম করলে তাকে পাশে পাবেন। আর বদনাম কুড়ালে দেখবেন মুখ মুছে বলছে—‘আগেই বুঝেছিলাম, তাই নজর রাখতাম।’
এরা গ্রাহক পর্যায়ের ফলোয়ার এবং সেই সূত্রে অর্থকরীও বটে। এদের ধরে রাখতে হলে মাঝেমধ্যে মাটির পৃথিবীতে নেমে স্নেহের আড়ালে একটু তোয়াজ করুন। দেখবেন আঠার মতো সেঁটে আছে। একটু কৌশলী না হলে দেখবেন কবে দোকান পাল্টে অন্যের গ্রাহক বনে গেছে।
আপনাকে দেখলেই যাদের বত্রিশ পাটি দাঁত বেরিয়ে আসে, সঙ্গে চকচকে চোখ, তারাই আপনার গুণমুগ্ধ পর্যায়ের ফলোয়ার। এদের দেখে প্রথম প্রথম একটু কেমন কেমন লাগলেও ভাববেন না। ফলোয়ার যখন গুণমুগ্ধ, তখন আপনি একটু ঝাড়া হাত–পা হতেই পারেন। তেমন নজর না দিলেও দেখবেন আপনি যা–ই করছেন, তাতেই তারা ‘বাহবা’ দিচ্ছে। আপনাকে নিয়ে তাদের উচ্ছ্বাসে মাঝেমধ্যে একটু মাথা ঝোঁকানো বা ঠোঁটের কোণ দিয়ে মুচকি হাসা ছাড়া কিছুই করতে হবে না।
এরা মোটামুটি নিবেদিত পর্যায়ের, যাকে বলা যায় ভক্ত। ভক্ত পর্যায়ের এই ফলোয়ারদের নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। বরং অনুসারী ও গ্রাহক পর্যায়ের ফলোয়ারের দিকে মনোযোগ দিন। আপনি একটা খুন করে এলেও দেখবেন তারা আপনার খুনের কৌশল নিয়ে উচ্ছ্বসিত আলোচনা করছে।
ফলোয়ার যখন মুরিদ, তখন মনে রাখবেন—আপনার নয়, চিন্তার ভার এখন থেকে তাদের। এমনকি আপনার নড়বড়ে অনুসারীদের ফিরিয়ে আনা বা দলছুট অনুসারী ও গ্রাহকদের শায়েস্তা করার কাজটিও তারাই অনায়াসে করে দেবে। যাবতীয় ফলোয়ারকে এই পর্যায়ে আনাই আদতে আপনার একমাত্র লক্ষ্য। কিন্তু; ওই যে কবি বলেছেন না—সব ফলোয়ার মুরিদ নয়, কেউ কেউ মুরিদ। তাই নিজের আয়ত্বে এক–দুজন মুরিদ পর্যায়ের ফলোয়ার পেলে তাদের যত্ন নিয়ে পুষুন।
ফলোয়ার যখন অনুসারী, তখন তার ওপর আস্থা রাখুন, তবে বুঝে–শুনে। এরা একসঙ্গে অনেককে ফলো করে এবং ঝোপ বুঝে কোপ মারে। আপনি নাম করলে তাকে পাশে পাবেন। আর বদনাম কুড়ালে দেখবেন মুখ মুছে বলছে—‘আগেই বুঝেছিলাম, তাই নজর রাখতাম।’
এরা গ্রাহক পর্যায়ের ফলোয়ার এবং সেই সূত্রে অর্থকরীও বটে। এদের ধরে রাখতে হলে মাঝেমধ্যে মাটির পৃথিবীতে নেমে স্নেহের আড়ালে একটু তোয়াজ করুন। দেখবেন আঠার মতো সেঁটে আছে। একটু কৌশলী না হলে দেখবেন কবে দোকান পাল্টে অন্যের গ্রাহক বনে গেছে।
আপনাকে দেখলেই যাদের বত্রিশ পাটি দাঁত বেরিয়ে আসে, সঙ্গে চকচকে চোখ, তারাই আপনার গুণমুগ্ধ পর্যায়ের ফলোয়ার। এদের দেখে প্রথম প্রথম একটু কেমন কেমন লাগলেও ভাববেন না। ফলোয়ার যখন গুণমুগ্ধ, তখন আপনি একটু ঝাড়া হাত–পা হতেই পারেন। তেমন নজর না দিলেও দেখবেন আপনি যা–ই করছেন, তাতেই তারা ‘বাহবা’ দিচ্ছে। আপনাকে নিয়ে তাদের উচ্ছ্বাসে মাঝেমধ্যে একটু মাথা ঝোঁকানো বা ঠোঁটের কোণ দিয়ে মুচকি হাসা ছাড়া কিছুই করতে হবে না।
এরা মোটামুটি নিবেদিত পর্যায়ের, যাকে বলা যায় ভক্ত। ভক্ত পর্যায়ের এই ফলোয়ারদের নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। বরং অনুসারী ও গ্রাহক পর্যায়ের ফলোয়ারের দিকে মনোযোগ দিন। আপনি একটা খুন করে এলেও দেখবেন তারা আপনার খুনের কৌশল নিয়ে উচ্ছ্বসিত আলোচনা করছে।
ফলোয়ার যখন মুরিদ, তখন মনে রাখবেন—আপনার নয়, চিন্তার ভার এখন থেকে তাদের। এমনকি আপনার নড়বড়ে অনুসারীদের ফিরিয়ে আনা বা দলছুট অনুসারী ও গ্রাহকদের শায়েস্তা করার কাজটিও তারাই অনায়াসে করে দেবে। যাবতীয় ফলোয়ারকে এই পর্যায়ে আনাই আদতে আপনার একমাত্র লক্ষ্য। কিন্তু; ওই যে কবি বলেছেন না—সব ফলোয়ার মুরিদ নয়, কেউ কেউ মুরিদ। তাই নিজের আয়ত্বে এক–দুজন মুরিদ পর্যায়ের ফলোয়ার পেলে তাদের যত্ন নিয়ে পুষুন।
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে