রাউল-ক্যাসিয়াসকে ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি!
রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস দুজনই রিয়াল মাদ্রিদ ইতিহাসের কিংবদন্তি। রিয়াল সমর্থকদের কাছে রাউল ও ক্যাসিয়াস নাম দুটো ভীষণ আবেগেরও। অথচ দুই সাবেককে একটা সময় নাকি ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।