একুশে আগস্টের গ্রেনেড হামলা ও বিএনপির উল্টোমুখী রাজনীতি
আমাদের দেশের রাজনীতি নিয়ে যাঁরা ভাবেন, কথা বলেন, দুটি বড় দলের বিরোধ ও অনৈক্য নিয়ে যাঁরা বিভিন্ন সময় মন্তব্য করেন, তাঁরা অধিকাংশ সময় গড়পড়তা কথা বলেন। দেশে বিভেদ ও অনৈক্যের যে রাজনীতি চলছে, তার জন্য প্রধান বড় দুই দলকেই যাঁরা সমানভাবে দায়ী করেন, তাঁরাও আসলে এই বিভেদ জিইয়ে রাখার পক্ষে। ক্ষত নিরাময়ের ক্ষ