থাইল্যান্ডের হাসপাতালের অফিস এখন চট্টগ্রামে, ফ্রি সহায়তা
বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে যান। তবে তথ্যের ঘাটতি, ভাষাগত জটিলতা, সময়সূচি মিলিয়ে নেওয়া কিংবা ভিসা প্রক্রিয়ার জটিলতায় রোগী ও স্বজনদের বিড়ম্বনায় পড়তে হয়। সেই বিড়ম্বনা কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামেই চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস।