‘বয়কটে’র পর স্ত্রীর সঙ্গে সংসার না করার ঘোষণা হিরো আলমের
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। তাঁর অভিযোগ, মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে এক মাস ধরে তিনি লড়াই করলেও রিয়া মনি এক দিনও খোঁজ নিতে আসেননি, এমনকি বাবার মৃত্যুর পর লাশও দেখতে আসেননি।