নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে আগামী শুক্রবার রাজধানীতে চীনা মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী হতে যাচ্ছে। বনানীর হোটেল সারিনায় সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে রোগীরা চীনা চিকিৎসা সম্পর্কে ও চীনা চিকিৎসক দেখানোর বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন। এতে উপস্থিত থাকবেন চীনের বেশ কিছু হাসপাতালের প্রতিনিধি, বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধিরা।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, ‘এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং বাংলাদেশ–চীনের মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের এক নতুন অধ্যায়। চীনের উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা বাংলাদেশি রোগীদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী করতে আমরা বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ কাজ করে যাচ্ছি।’
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে চীনের ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেবেন।
হাসপাতালগুলোর মধ্যে রয়েছে চীনের বোও ইয়িলিং হাসপাতাল; ফোসুন হেলথ ও শেনজেন হেংশেং হাসপাতাল; ফোশান ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু শেংমেই হাসপাতাল; গুয়াংজু ফুদা ক্যানসার হাসপাতাল; কুনমিং থংরেন হাসপাতাল; মডার্ন ক্যানসার হাসপাতাল ও গুয়াংজু সিং মে হাসপাতাল।
প্রদর্শনীতে রোগীরা পাবেন অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চীনের হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন-স্পট ভিসা সহায়তা, ভিসা প্রসেস, আমন্ত্রণপত্র প্রদান ও চীনে যাত্রার সহযোগিতা। এ ছাড়া বিমানবন্দর, পিকআপ থেকে শুরু করে ফ্রি অনুবাদসেবাসহ যাবতীয় সহায়তা থাকবে রোগীদের জন্য।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে আগামী শুক্রবার রাজধানীতে চীনা মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী হতে যাচ্ছে। বনানীর হোটেল সারিনায় সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে রোগীরা চীনা চিকিৎসা সম্পর্কে ও চীনা চিকিৎসক দেখানোর বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন। এতে উপস্থিত থাকবেন চীনের বেশ কিছু হাসপাতালের প্রতিনিধি, বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধিরা।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, ‘এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং বাংলাদেশ–চীনের মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের এক নতুন অধ্যায়। চীনের উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা বাংলাদেশি রোগীদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী করতে আমরা বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ কাজ করে যাচ্ছি।’
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে চীনের ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেবেন।
হাসপাতালগুলোর মধ্যে রয়েছে চীনের বোও ইয়িলিং হাসপাতাল; ফোসুন হেলথ ও শেনজেন হেংশেং হাসপাতাল; ফোশান ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু শেংমেই হাসপাতাল; গুয়াংজু ফুদা ক্যানসার হাসপাতাল; কুনমিং থংরেন হাসপাতাল; মডার্ন ক্যানসার হাসপাতাল ও গুয়াংজু সিং মে হাসপাতাল।
প্রদর্শনীতে রোগীরা পাবেন অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চীনের হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন-স্পট ভিসা সহায়তা, ভিসা প্রসেস, আমন্ত্রণপত্র প্রদান ও চীনে যাত্রার সহযোগিতা। এ ছাড়া বিমানবন্দর, পিকআপ থেকে শুরু করে ফ্রি অনুবাদসেবাসহ যাবতীয় সহায়তা থাকবে রোগীদের জন্য।
১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র–জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
১৮ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না।
২৮ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস বলেছে, এক বছর আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিলেন ন্যায়সংগত ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে। ইইউ তাঁদের সহনশীলতা ও সাহসিকতাকে সম্মান জানায়। ইইউ শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
৩১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবিরের একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৪১ মিনিট আগে