স্বেচ্ছায় পা কেটেও পেলেন না বিমার সাড়ে ২৩ কোটি টাকা
বিমার টাকার জন্য নিজের দুই পা স্বেচ্ছায় কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন হাঙ্গেরির নেয়ার্কসসজরির বাসিন্দা সেন্ডর। কিন্তু এমন আত্মত্যাগেও লক্ষ্যপূরণ হলো তাঁর। বিমা কোম্পানির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, দুর্ঘটনা সাজিয়ে বিমার টাকা চাইছেন সেন্ডর।