পলিথিন-প্লাস্টিক বর্জ্যে সয়লাব টেকেরঘাট এলাকা
সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকায় পর্যটকবাহী শত শত হাউসবোট টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থান ঘুরে রাত্রিযাপন করে। এর সুবাদে নৌকায় রাত্রিযাপন করা পর্যটক ও নৌ শ্রমিকেরা যখন-তখন পানির বোতল, চিপস-বিস্কুটের প্যাকেট, পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য ছুড়ে ফেলছে পানিতে। এ অবস্থায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচি