‘বকেয়া না পেলে আমরা আর কাজে ফিরব না’
পাঁচ বছর ধরে এই সমস্যা চলছে। আজ দিচ্ছি, কাল দিচ্ছি-বলে মালিক নানা টালবাহানা করছে। এই করতে করতে ২০২৩ সাল চলে এসেছে। এখন পর্যন্ত ডিসি অফিসে আমরা দুইবার আসলাম। এই মালিক পরিবর্তন না হলে সমস্যা চলতেই থাকবে। তবে আমাদের বকেয়া টাকা না পেলে আমরা আর কাজে ফিরব না। এমনই মন্তব্য করেছেন মানববন্ধনে আসা চা শ্রমিক স