হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে কয়েকটি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুরে বাজারে অবরোধের সমর্থনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয় দলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতা–কর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় দলের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে রাস্তার ওপর টায়ারে আগুন এবং ককটেল বিস্ফোরণের হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পিকেটিং করতে দেখা যায় ছাত্রদলের নেতা–কর্মীদের। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলে ছাত্রদলের নেতা-কর্মীরা পেছনে সরে যান। এ সময় পুলিশ সদস্যরা শায়েস্তানগর এলাকার ভেতরে ঢুকে ছাত্রদলের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা রাস্তার ওপর থেকে অবশিষ্ট জ্বালানি কাঠ এবং ছাই সরিয়ে দেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পিকেটারেরা পালিয়ে যায়।
বিএনপির টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে কয়েকটি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুরে বাজারে অবরোধের সমর্থনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয় দলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতা–কর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় দলের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে রাস্তার ওপর টায়ারে আগুন এবং ককটেল বিস্ফোরণের হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পিকেটিং করতে দেখা যায় ছাত্রদলের নেতা–কর্মীদের। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলে ছাত্রদলের নেতা-কর্মীরা পেছনে সরে যান। এ সময় পুলিশ সদস্যরা শায়েস্তানগর এলাকার ভেতরে ঢুকে ছাত্রদলের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা রাস্তার ওপর থেকে অবশিষ্ট জ্বালানি কাঠ এবং ছাই সরিয়ে দেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পিকেটারেরা পালিয়ে যায়।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
১ ঘণ্টা আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
১ ঘণ্টা আগেঋণের বোঝা সামলাতে না পেরে আত্মগোপনে চলে যাওয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেবরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৭ ঘণ্টা আগে