এক ক্যানভাসেই পুরো দেশ
এক ক্যানভাস দেখেই তো চেনা যায় একটি দেশ। কী নেই সেখানে। লাল-সবুজের পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, শাপলা, কৃষকের ঘর, ফুলের বাগান, মেট্রোরেল, পদ্মা সেতু। আরও কত কী! বাংলাদেশকে চেনাতে আর কী প্রয়োজন। সবই এঁকেছে শিশুরা, নিজেদের মতো করে।