নকল শিশু খাবারে স্বাস্থ্যঝুঁকি
এর মধ্যে বড় একটি অংশজুড়ে রয়েছে খেলনার সঙ্গে বিনা মূল্যে খাবার বিক্রি করা। লোভনীয় চকলেট, চিপস, জুস খেলনার প্যাকেটে বিক্রি হয় জেলা শহরের বাইরে। বিশেষ করে উপজেলা পর্যায়ে থাকা ইউনিয়নগুলোকে টার্গেট করেছে এসব ভেজালকারী ও প্রতারকেরা।