Ajker Patrika

মাগুরায় ঈদবাজারে ভিড়, স্বাস্থ্যঝুঁকি

­­­ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ১৮
মাগুরায় ঈদবাজারে  ভিড়, স্বাস্থ্যঝুঁকি

ঈদুল ফিতরকে সামনে রেখে মাগুরায় দোকানপাটে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পয়লা বৈশাখের পর থেকে শহরে বাড়তে শুরু করেছে মানুষের চাপ। মাগুরা স্বাস্থ্য বিভাগ বলছে এই ভিড় কমাতে হবে। করোনা নিয়ন্ত্রণে থাকলেও এমন জনসমাগম বিপজ্জনক হতে পারে।

ক্রেতারা বলছেন গত দুই বছর করোনার বিধিনিষেধ বেশি থাকায় পরিবার নিয়ে ঈদ কাটাতে পারেননি। তাই এবার স্বাভাবিক পরিস্থিতির কারণে পরিবারের সকলে মিলে ঈদে নতুন জামা কাপড়ে ঈদ পালন করতে চান।

এই ভিড় করোনার সংক্রমণ বাড়াতে পারে বলে আশংকা করছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। যদিও মাগুরায় প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজও দেওয়া সম্পন্ন হয়েছে।

শতভাগ টিকার পাশাপাশি মাগুরা জেলায় গত এক মাস করোনায় আক্রান্ত রোগী শূন্য বলে জানা গেছে। বিষয়টি স্বস্তির হলেও তা নিয়ে শঙ্কারও শেষ নেই জানালেন মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান। তিনি আজকের পত্রিকাকে গতকাল রোববার দুপুরে জানান, ঈদে শহরে প্রচণ্ড ভিড় হচ্ছে। যেহেতু এ সময় জেরার বাইরে থেকেও মানুষ শহরে প্রবেশ করছে। তাই অনেকে হয়তো টিকার দ্বিতীয় ডোজ থেকে শুরু করে বুস্টার ডোজের বাইরে থাকতে পারে। এটা যারা নিরাপদে আছে তাঁদের জন্য সেইফ না।

এই চিকিৎসক আরও বলেন, ‘শতভাগ মাস্ক পরতে হবে। মনে রাখতে হবে করোনার ছোবল কিন্তু এখনো নানা দেশে রয়েছে। আমাদের দেশেও এখনো অল্প হলেও সংক্রমণ থেমে নেই। তাই আত্মতুষ্টির ভোগার সুযোগ নেই। বুস্টার ডোজ তো নিতেই হবে পাশাপাশি মাস্ক পরাও বাধ্যতামূলক করতে হবে।’

সিভিল সাজন বলেন, ‘মাগুরা স্বাস্থ্য বিভাগ থেকে আর এক সপ্তাহ পর কয়েকটি ক্যাম্পেইন করা হবে মাস্ক পরার জন্য। সড়কে কিছু জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এটা আমরা করব পরিকল্পনা হাতে নিয়েছে। টিকা নিয়েই যে করোনা মুক্ত হয় গেলাম এমনটা ভাবা ঠিক নয়। মাস্ক পরিধান করাসহ ভিড় এড়িয়ে চলার কথা কিন্তু সব সময় বলা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত