প্রথম সৌদি নারী হিসেবে ইয়াসমিনের আইসল্যান্ড ঘিরে ১৪০০ কিলোমিটার সাইকেল ভ্রমণ
আইসল্যান্ডের চারপাশ ঘিরে সাইকেলে রিং রোড ভ্রমণ সম্পন্ন করা প্রথম সৌদি নারী হলেন ইয়াসমিন ইদ্রিস। প্রায় ১৪০০ কিলোমিটারের এই দীর্ঘ ও কঠিন যাত্রাপথের শুরুতে তিনি ভেবেছিলেন, এর মাধ্যমে হয়তো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা খুঁজে পাবেন তিনি। তবে সাইকেলের প্যাডেলে চেপে চেতনার গভীরে বিচরণের ব্যাপারে হয়তো কমই ভেবেছিলেন