Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০: ৩৩
Thumbnail image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তারা মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। 

তারা মিয়া গফরগাঁওয়ের উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে। 

নিহতের ফুপাতো ভাই ও রওনা ইউনিয়ন পরিষদ সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবিকার তাগিদে ২০২২ সালে তারা মিয়া শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতেও কাজের জন্য বের হন। সৌদি আরব সময় রাত ৩টার দিকে তাঁদের বহনকারী কোম্পানির গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। 

রওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাঁর স্বজনেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত