নামি কোম্পানির মোড়কে ভেজাল খাদ্য বিক্রি
নীলফামারীর সৈয়দপুরে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এ ছাড়া নাদিদামি কোম্পানির মোড়কে এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। এসব খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে জুস, সেমাই, মরিচের গুঁড়া, চিপস, বিস্কুট, চানাচুর, হলুদের গুঁড়া ও পানীয়সহ শিশুদের নানা ধরনের খাবার।