Ajker Patrika

উত্তরবঙ্গের সঙ্গে বিমানে যুক্ত হল পর্যটন নগরী কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরবঙ্গের সঙ্গে বিমানে যুক্ত হল পর্যটন নগরী কক্সবাজার

উত্তরবঙ্গের সঙ্গে বিমান পথে যুক্ত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। আজ বৃহস্পতিবার সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার ও সৈয়দপুরের মধ্যে আকাশপথে এই সেতুবন্ধন তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাংসদ আসাদুজ্জামান নূর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আবু সালেহ মোস্তফা কামাল। 

পরে ফ্লাইট চালু উপলক্ষে কক্সবাজারের হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘আজ সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। সিলেট-কক্সবাজার রুটে আগে থেকেই বিমানের সরাসরি ফ্লাইট চালু রয়েছে। এভাবে দেশের অন্য অঞ্চলগুলোর সঙ্গেও আকাশপথে কক্সবাজারকে যুক্ত করা হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন। এ ছাড়া কক্সবাজারের মানুষও উত্তরবঙ্গের দর্শনীয় স্থান দেখতে সেখানে যাতায়াত করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিক ও তারুণ্যদীপ্ত বহরের উড়োজাহাজে ভ্রমণ করে যাত্রীরা এই সেবা গ্রহণ করবেন। 

বিমান বাংলাদেশের তথ্যমতে, আজ থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত