ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। এর ফলে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। আজ রোববার ঘন কুয়াশার কারণে ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তবে সকাল সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।