Ajker Patrika

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩: ২৩
ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। এর ফলে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। আজ রোববার ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তবে বেললা সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। 

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। সকাল সাড়ে ১০টায় তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০০ মিটার। সাধারণত ১ হাজার ৮০০ মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে। দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের মোট তিনটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এর ফলে ওই সব ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে প্রায় সাড়ে ৪ ঘণ্টা আটকা পড়ে। বেলা সাড়ে ১১টার পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। 

শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিন উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে।বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিন উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। এ জন্য শীতকালে এয়ারলাইনসের ফ্লাইটগুলো আলাদা শিডিউলে চলাচল করে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে নীলফামারীতে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এছাড়া ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ঠান্ডা আর ঘন কুয়াশায় ছিন্নমূল ও তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের কষ্ট বাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত